Je Kota Din Tumi Chile Pashe Lyrics From Bengali Movie Baishe Shrabon. This Song Sung By Anindya Chatterjee, Shreya Ghoshal & Saptarshi Mukherjee. Music Composed By Anupam Roy. Featuring By Prosenjit Chatterjee, Parambrata, Abir And Raima Sen.
Movie Name - Baishey Srabon (2011)
Song Name - Je Kawta Din (যে কটা দিন)
Singer - Anindya Chatterjee, Shreya Ghoshal & Saptarshi Mukherjee
Music & Lyricist - Anupam Roy
Writer & Director - Srijit Mukherji
Producer - Shree Venkatesh Films
Music on - V Music
Je Kota Din Tumi Chile Pashe Lyrics In Bengali:
যে কটা দিন তুমি ছিলে পাশে,
কেটেছিল নৌকার পালে চোখ রেখে (x2)
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো
যেটুকু রোদ ছিল লুকনো মেঘ,
দিয়ে বুনি তোমার শালে ভালবাসা
আমার আঙুলে হাতে কাঁধে তুমি লেগে আছো
আমার আঙুলে হাতে কাঁধে তুমি লেগে আছো।
তোমার নখের ডগায় তীব্র প্রেমের মানে
আমিও গল্প সাজাই তোমার কানে কানে
তাকিয়ে থাকি হাজার পর্দা ওড়া বিকেল
শহর দুমড়েমুচড়ে থাকুক অন্যদিকে
ট্রাফিকের এই ক্যকোফোনি,
আমাদের স্বপ্ন চুষে খায়।
যেভাবে জলদি হাত মেখেছে ভাত,
নতুন আলুর খোসা আর এই ভালবাসা (x2)
আমার দেয়াল-ঘড়ি কাঁটায় তুমি লেগে আছো
আমার দেয়াল-ঘড়ি কাঁটায় তুমি লেগে আছো।
যেমন জড়িয়েছিলে ঘুম ঘুম বরফ মাসে
আমিও খুঁজি তোমায় আমার আশেপাশে
আবার সন্ধ্যে বেলা ফিরে যাওয়া জাহাজ বাঁশি
বুকে পাথর রাখা আর মুখে রাখা হাসি
যে যার নিজের দেশে,
আমরা স্রোত কুড়োতে যাই।
যেভাবে জলদি হাত মেখেছে ভাত,
নতুন আলুর খোসা আর এই ভালবাসা (x2)
আমার দেয়াল-ঘড়ি কাঁটায় তুমি লেগে আছো
আমার দেয়াল-ঘড়ি কাঁটায় তুমি লেগে আছো।
যে কটা দিন তুমি ছিলে পাশে,
কেটেছিল নৌকার পালে চোখ রেখে
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো
আমার আঙুলে হাতে কাঁধে তুমি লেগে আছো।
আমার আঙুলে হাতে কাঁধে তুমি লেগে আছো।
যে কটা দিন তুমি ছিলে পাশে লিরিক্স :
Je kota din tumi chile pashe
Ketechilo noukar paale chokh rekhe
Amar chokhe thonte gale tumi lege acho
Jetuku rod chilo lukono megh
diye buni tomar shale valobasha
Amar angul haate kandhe tumi lege acho
Tomar nokher dogay tibro premer mane
Amio galpo sajai tomar kane kane
Takiye thaki hajar porda ora bikel
Shahar dumre muchre thakuk annodike..
Traffic er ei cecophony amader swapno chuse khay
Jevabe joldi haat mekheche bhaat
Notun alur khosa ar ei valobasa
Amar deyal ghorir kantay tumi lege acho
Jemon joriye chile ghum ghum boroph pashe
Amio khuji tomay amar ashe pashe
Abar sondhye bela phire jawa jahaj banshi
Bukhe pathor rakha mukhe rakha haasi..
Je jaar nijer deshe amra shrot kurote jai…
0 Comments
Post a Comment