Ei Srabon Lyrics by Rupam Islam from Baishe Shrabon :

Music Composed By Anupam Roy. Featuring By Prosenjit Chatterjee, Parambrata, Abir And Raima Sen.

Movie : Baishe Shrabon
Song : Ei Srabon Dhuye Feluk (এই শ্রাবণ ধুয়ে ফেলুক)
Singer : Rupam Islam
Music & Lyricist : Anupam Roy
Writer & Director : Srijit Mukherji
Producer : Shree Venkatesh Films
Label : Svf

Ei Srabon Lyrics In Bengali :

আমি কাঁটাতারেই সুখী
এই  কুয়াশাতে উঁকি দিয়ে
রাজি মিথ্যে নিতে
আসলে সত্যি বলে সত্যি কিছু নেই

এই শ্রাবণ ধুয়ে ফেলুক এই রাস্তা ধুলো
এই শ্রাবণ ভিজিয়ে দিক দীর্ঘ ছায়া গুলো (x2)
এই শ্রাবণ নেভাক আগুন এই ফুটপাতের রাত
এই শ্রাবণ মনে পড়া পুরনো আঘাত

জল জমেছে, বুকের ভিতর, রোদের অভাবে,
সময় এলে পড়বে চুঁয়ে, নিজের স্বভাবে

আমি কাঁটাতারেই সুখী
এই  কুয়াশাতে উঁকি দিয়ে
রাজি মিথ্যে নিতে
আসলে সত্যি বলে সত্যি কিছু নেই

এই শ্রাবণ নাম লেখা গাছের পাতার তলে
এই শ্রাবণ মিশলো পুকুর ড্রেনের জলে
এই শ্রাবণ বাক্স বন্দী কিছু ইচ্ছে আছে
এই শ্রাবণ স্যাঁতস্যাঁতে খুব আমার কাছে

অবাধ যত্নে সামলে চলা ফুরিয়ে যাওয়ার ভয়
ভাবলি কেন দুঃখ পাব, দুঃখ আমার নয়

আমি কাঁটাতারেই সুখী
এই  কুয়াশাতে উঁকি দিয়ে
রাজি মিথ্যে নিতে
আসলে সত্যি বলে সত্যি কিছু নেই..

এই শ্রাবণ ধুয়ে ফেলুক এই রাস্তা ধুলো লিরিক্স :

Ami kanta tarei sukhi..
Ei kuashate unki diye raji mitthye nite
Asole sotti bole sotti kichu nei

Ei Shrabon dhuye pheluk ei rasta dhulo
Ei Shrabon bhijiye dik dirgho chhayagulo
Ei Shrabon dhuye feluk ei rasta-dhulo
Ei shrabon nevak agun ei footpather raat
Ei shrabon mone porak purono aaghat
Jol jomeche buker bhetor roder obhabe
Somoy ele porbe chuye nijer swobhabe