Nil Rong Chilo Bhishon Priyo Lyrics by Rupam Islam:

Sedino Chilo Dupur E Mon bengali Song is sung by Rupam Islam from Fossils Bengali Album.

Singer - Rupam Islam

Album - Neel Rong Chilo Vison Priyo (1998)
Band - Fossils

সেদিনও ছিল দুপুর এমন
ঝকঝকে রোদ অস্থির মন
আর ঘড়িকাঁটায় তখন প্রশ্রয়
সেদিনের মত কলেজের ক্লাস
শেষ হয়েগেছে অবকাশ
পাওয়া গেছে ফের দেখার আকাশ
নীলচে সময়

নীল রঙ ছিল ভীষণ প্রিয়
তাই সব কিছু নীলিয়ে দিল
মনে পড়েকি সেদিন
বলেছিলাম তোমায়
আজ নীল রং মিশে গেছে লাল
আজ রং চিনে নেবার আকাল
নীল বাতাসেওবে-নীল ভেজাল
ভেসে বেড়ায়

আহা হা হা..
যেতে দাও সে দিনের মত
আহা হা হা..
পেতে দাও সে দিনের ক্ষত
আহা হা হা..
নীল শরীরেতোমায় ছোঁব
আহা হা হা ..
নীল সাগরেভাসিয়ে দেব
আহা হা হা..
যেখানে সব বেড়া ভেঙে যায়
আহা হা হা..
সেই দূর পাহাড়ের নীলিমায়

শুনি আজো সেই দূরের তলব
বন্ধ ঘরের সেই পথের ঝলক
পথের সীমায় পাথর ফলক
দেয় ডাক

ঝকঝকে রোদে কংক্রিট ভীড়
করে আসে ছায়া দেয় বাঁধে নীড়
অস্থির মন অজান্তে স্থির
বলে আজ থাক

নীল রঙ ছিল ভীষণ প্রিয়
তাই সব কিছু নীলিয়ে দিল
মনে পড়েকি সেদিন
বলেছিলাম তোমায়
আজ নীল রং মিশে গেছে লাল
আজ রং চিনে নেবার আকাল
নীল বাতাসেওবে-নীল ভেজাল
ভেসে বেড়ায়

আহা হা হা..
যেতে দাও সে দিনের মত
আহা হা হা..
পেতে দাও সে দিনের ক্ষত
আহা হা হা..
নীল শরীরেতোমায় ছোঁব
আহা হা হা ..
নীল সাগরেভাসিয়ে দেব
আহা হা হা..
যেখানে সব বেড়া ভেঙে যায়
আহা হা হা..
সেই দূর পাহাড়ের নীলিমায়

সেদিনও ছিল দুপুর এমন
ঝকঝকে রোদ অস্থির মন
আর ঘড়িকাঁটায় তখন প্রশ্রয়
না না না..

নীল রং ছিল ভীষণ প্রিয় লিরিক্স :

Sedin-o chilo dupure mon
Jhok-jhoke rod oshthir mon
Aar ghorir kantay tokhon proshroy
Sediner moto college-er class
Sesh hoye geche obokash
Pawa geche fer dekhar akash
nilche shomay..

Neel rong chilo vishon priyo
Tai shob kichu niliye dilo
Mone pore ki sedin-bolechilam tomay
Aaj nil ronge mishe geche laal
Aaj rong chine nebar aakal
Nil batashe-o benil vejal veshe beray

Aa ha ha ha Jete dao shediner moto
Aa ha ha ha Pete ta o shediner khoto
Aa ha ha ha Neel shorire tomay chobo
Aa ha ha ha Nil sagore bhashiye debo
Aa ha ha ha Jekhane shob bera bhenge jay
Aa ha ha ha Sei dur paharer nilimay

Shuni aajo shei durer tolob
Bondho ghorer se pother jholok
Hm.. Pother shimay pathor fholok..
Dey daak
Jhok-jhoke rod-e concrete bhir
Kore ashe chaya dey bandhe niir