Niruddesh Lyrics by Ashes Band from Beauty Circus Bengali Movie. The Song Is Sung by And Niruddesh Song Lyrics Written by Zunayed Evan. Song Mixed and Mastered by Sultan Rafsan Khan. Starring Jaya Ahsan, Tauquir Ahmed, Ferdous Ahmed, Abm Shumon, Gazi Rakayet, Humayun Kabir Sadhu, Shatabdi Wadud And Others.
Niruddesh Song Details :
Song Name : Niruddesh
Film Name : The Beauty Circus
Lyrics and Tune by : Zunayed Evan
Band Name : Ashes
Mixing And Mastering : Sultan Rafsan Khan
Directed by : Mahmud Didar
Video Edit : MD. Rasel Rana
Presented by : Bashundhara Gura Masala
Powered by : Daraz
Niruddesh Lyrics In Bengali :
কিছু সয়ে গেছে
কিছু সয়ে যেতে দাও,
কিছু সয়ে গেলে
রাস্তা ফুরায়।
কিছু ক্ষয়ে গেছে
ক্ষয়ে যেতে দাও,
কিছু ক্ষয়ে গেলে
দুঃখ ফুরায়।
একদিন এই বেঁচে বেঁচে মরা
মরে মরে বাঁচার গল্প ফুরিয়ে যাবে,
কিছু ভুলে যেও
কিছু ভুলে যেতে দাও,
কিছু ভুলে যাওয়া জরুরী।
কিছু সয়ে গেছে
কিছু সয়ে যেতে দাও,
কিছু সয়ে গেলে
রাস্তা ফুরায়।
কিছু ক্ষয়ে গেছে
ক্ষয়ে যেতে দাও,
কিছু ক্ষয়ে গেলে
দুঃখ ফুরায়।
একদিন এই হেরে হেরে জেতা
জিতে জিতে হারার মানেটা বদলে যাবে,
কিছু মেনে নিও
কিছু মেনে নিতে হয়,
কিছু মেনে নেয়া জরুরী।।
কিছু কথা ব্যাথা হবে
কিছু ব্যাথা কথা হবে,
কিছু কথা কিছু ব্যাথা
মধ্য রাতে কাঁদিয়ে দেবে।
এমন কান্না কেউ শোনেনি
শোনেনি বোঝেনি জানেনি দেখেনি
তোমার জীবন নিরুদ্দেশ।
নিরুদ্দেশের বৃষ্টি পড়ে
বৃষ্টি তোমার গালে মাখো,
অনন্তকাল নিরুদ্দেশ
লাল গোলাপ নিরুদ্দেশ,
লাল গোলাপ নিরুদ্দেশ
অনন্তকাল নিরুদ্দেশ।
নিরুদ্দেশের বৃষ্টি পড়ে
বৃষ্টি তোমার গালে মাখো,
অনন্তকাল নিরুদ্দেশ
লাল গোলাপ নিরুদ্দেশ,
লাল গোলাপ নিরুদ্দেশ
অনন্তকাল নিরুদ্দেশ।
হাতছানি দেয় নিরুদ্দেশ
দুরভাবনার চিন্তা শেষ,
হাতছানি দেয় নিরুদ্দেশ
দুরভাবনার চিন্তা শেষ।।
Niruddesh Lyrics In English :
Kichu soye geche
Kichu soye jete dao
Kichu soye gele rasta furay
Kichu khoye geche
Khoye jete dao
Kichu khoye gele dukkho furay
Ekdin ei benche benche mora
More more banchar golpo furiye jabe
Kichu bhule jeyo
Kichu bhule jete dao
Kichu bhule jaowa joruri
Ekdin ei here here jeta
Jite jite harar maneta bodle jaabe
Kichu mene niyo
Kichu mene nite hoy
Kichu mene neowa joruri
Kichu kotha beytha hobe
Kichu beytha kotha hobe
Kichu kotha kichu beytha
Moddho raate kadiye debe
Emon kanna keu shoneni
Shoneni bojheni janeni dekheni
Tomar jibon niruddesh
Niruddesher brishti pore
Brishti tomar gaale makho
Anontokal niruddesh
Laal golap niruddesh
Haatchani dey niruddesh
Durbhabonar chinta shesh
0 Comments
Post a Comment