Swadhinata Express Lyrics Bengali Song Is Sung by Dr. Soumik Das. Independence Day Special Bengali Song Swadhinata Express Song Lyrics Written by Ranjan Prasad. Music Composed by Dr. Soumik Das.
Swadhinata Express Song Details :
Song Name : Swadhinata Express
Written By : Ranjan Prasad
Composed And Performed By : Dr. Soumik Das
Swadhinata Express Lyrics In Bengali :
কথা ছিল এক অপরূপ দেশে যাবো
নিয়ে যাবে বলে তৈরিও রেলগাড়ী,
সহযাত্রীরা হয়ে গেছে জমায়েত
ইচ্ছা যাদের সে দেশে জমায় পাড়ি।
আমিও সওয়ারী এসেছি সময় মতো
সাথে টুকিটাকি আর টিকিটের ভাড়া,
তবে টিকিট অর্থ মূল্যে নয়
কেনাও যায়না শপথ বাক্য ছাড়া।
কেন না এ গাড়ী সেই দেশে নিয়ে যাবে
যে দেশেতে কেউ থাকবেনা পরাধীন,
পয়সা দিয়ে কি স্বাধীনতা কেনা যায় ?
ভিক্ষে করেও আসেনা সে কোনোদিন।
বহু উৎসাহ প্রচুর উদ্দীপনা
হাতে হাত রেখে গাইছে সবাই গান,
তীব্র গতীতে ছুটে চলে রেলগাড়ী
তীক্ষ্ণ সিটিতে মুক্তির আহবান।
আ হা আহা ....
তবু সেই কালরাত্রিতে কি যে হলো
ভুল সান্টিং এ বেলাইন ছারখার,
দুমড়ে মুচড়ে গাড়িটা দুভাগ হলো
কত প্রাণ গেলো হিসেবে তো নেই তার।
ভোর হতে দেখি সব শেষ হয়ে গেছে
ভাগ হয়ে গেছে স্বাধীনতা এক্সপ্রেস,
দূরে রয়ে গেলো কাঙ্খিত জংশন
গন্তব্য তো ছিল একটাই দেশ।
কার সিগন্যালে ঘটে গেলো অঘটন
প্রশ্ন অনেক উত্তর মেলা ভার,
পালাবদলের পালায় মধ্যরাতে
বদলে গেলো কি ইঞ্জিন ড্রাইভার?
আগামী দিনের প্রজন্ম শুনছো কি?
আকাশে বাতাসে অপূর্ণ অভিলাস,
অগ্নি শুদ্ধ স্বদেশে আবার লিখো
জন্মভূমির অজ্ঞাত ইতিহাস।
Swadhinata Express Lyrics In English :
Kotha chilo ek oporup deshe jabo
Niye jabe bole toiri o railgari
Sohojatri ra hoye geche jomayet
Iccha jader se deshe jomay paari
Amio swaoyari esechi somoy moto
Sathe tukitaki aar ticket er bhara
Tobe ticket ortho mulley noy
Kenao jaayna shopoth bakko chara
Keno na gari se deshe niye jabe
Je deshete keu thakbena poradhin
Poysa diye ki swadhinota kena jaay
Bhikkhe koreo ashena se konodin
Bohu utsaho prochur uddipona
Haate haat rekhe gaiche sobai gaan
Tibro gotite chutey chole railgari
Tikhno sitite muktir ahowan
Agami diner projonmo shuncho ki
Akashe batase opurno obhilash
Agni shuddho swadeshe abar likho
Jonmobhumir oggyato itihash
0 Comments
Post a Comment