Jhapsa Megher Shoke Lyrics by Samz Vai And Tafsir Sharon Bangla Song. Music Arranged by Samz vai. Jhapsa Megher Shoke Song Lyrics Written by Tafsir Sharon. Starring Samz Vai, Tafsir Sharon And Onte Mirza.
Jhapsa Megher Shoke Song Details :
Song Name : Jhapsa Megher Shoke
Singer : Samz vai And Tafsir Sharon
Lyrics & Tune : Tafsir Sharon
Music Arrangement : Samz vai
Flute : Munshi Jewel
Cinematography, Edit & Colour : Mehedi Hasan Limon
Jhapsa Megher Shoke Lyrics In Bengali :
তুই চিত্রপটে চঞ্চল আমার চোখে আঁকা জ্বালা
তুই শ্রাবণেরই গান আর আকাশের ঐ তারা,
তুই অদৃশ্য অরন্যের দেশের পুতুল পুতুল খেলা
দেহের অতীত ক্রোধের বাণী, ক্ষণে ক্ষণে জ্বালা,
আমার সাজের বেলায় কেন ঘন কালোর মেলা
তোমার সন্ধ্যে সাজায় নিলা কারে পরায় মালা।
তোমার প্রেমের পথিক প্রেমী আমি যে দেওয়ানা
মনের নিখিল প্রাণের প্রীতি, তবু কেন একা,
নীলচে কাঁচে রাখবো তোর ঐ শহরটাকে ঢেকে
আমার দু'চোখ ভিজুক না হয়
ঝাপসা মেঘের শোকে।।
তুই বাধনহারা মেঘের ধনী, প্রেতের পিপাসা
হৃদয় বনের দক্ষিণ বাতাস, তীব্র লালসা,
তুই সর্বকুলের পেক্ষম মেলা পিসাচরুপী দাসী
ভয়ংকরী স্তব্দ নিশীর উদাস সরসী।
আমার সাজের বেলায় কেন ঘন কালোর মেলা
তোমার সন্ধ্যে সাজায় নিলা কারে পরায় মালা।
তোমার প্রেমের পথিক প্রেমী আমি যে দেওয়ানা
মনের নিখিল প্রাণের প্রীতি, তবু কেন একা,
নীলচে কাঁচে রাখবো তোর ঐ শহরটাকে ঢেকে
আমার দু'চোখ ভিজুক না হয় ঝাপসা মেঘের শোকে।।
তুই শ্মশান ঘাটের পোড়া লাশের
কাছেও কেন দোষী ?
কবরে ওই পোতা লাশের করুণ বিস্মৃতি,
তুই হৃদয় ভূমির মধ্যখানের অচল কোন স্মৃতি
অসীম আকাশ শুন্য করা অশুভ রাজনীতি।
আমার সাজের বেলায় কেন ঘন কালোর মেলা
তোমার সন্ধ্যে সাজায় নিলা কারে পরায় মালা।
তোমার প্রেমের পথিক প্রেমী আমি যে দেওয়ানা
মনের নিখিল প্রাণের প্রীতি, তবু কেন একা,
নীলচে কাচে রাখবো তোর ঐ শহরটাকে ঢেকে
আমার দুচোখ ভিজুক না হয় ঝাপসা মেঘের শোকে।।
Jhapsa Megher Shoke Lyrics In English :
Tui chitrapote chonchol amar
CHokhe anka jwala
Tui shraboneri gaan aar akasher oi tara
Tui adrissha aronner desher putul putul khela
Deher otit krodher bani khone khone jwala
Amar sajer belay keno ghono kalor mela
Tomar sondhey sajay nila kare poray mala
Tomar premer pothik premi ami je deowana
Moner nikhil praaner priti tobu keno eka
Nilche kanche rakhbo tor oi shohorta ke dheke
AMar duchokh vijuk na hoy
Jhapsa megher shoke
Tui badhonhara megher dhoni preter pipasha
Hridoy boner dokkhin batas tibro lalosha
Tui sorbokuler pekhom mela pisachurpi dasi
Bhoyonkori stobdho nishir udash soroshi
Tui soshan ghater pora lasher
Kacheo keno doshi
Kobore oi pota lasher korun bismriti
Tui hridoy bhumir moddhokhaner ochol kon smriti
Asim akash shunno kora oshubho rajniti
ঝাপসা মেঘের শোকে গানটি গেয়েছেন সেমজ ভাই ও তাফসীর সারণ। তোমার প্রেমের পথিক প্রেমী ঝাপসা মেঘের শোকে গানের লিরিক্স লিখেছেন তাফসীর সারণ।
0 Comments
Post a Comment