Hariye Gelam Lyrics by Papon, Luipa And Taposh




Hariye Gelam Lyrics by Papon And Luipa. Music Composed by And Hariye Gelam Song Lyrics Written by Taposh. Starring Nusrat Jahan and Yash Dasgupta. This Video Song Directed by Adil Shaikh from TM Productions.

Hariye Gelam Song Details :

Song Name : Hariye Gelam
Singer : Luipa And Papon 
Lyrics, Music And Tune : Taposh
Directed By : Adil Shaikh
Produced And Styled by : Farzana Munny
Label : TM Records

Hariye Gelam Lyrics In Bengali :

আর কিছু নেই, নেই হারাবার
কি আছে বলো তোমাকে দেবার। 
আর কিছু নেই, নেই হারাবার
কি আছে বলো তোমাকে দেবার।

এই মন তোমাকে দিলাম
হারিয়ে গেলাম হৃদয়ে তোমার ..
আর কিছু নেই, নেই হারাবার
কি আছে বলো তোমাকে দেবার।।

আমার এই এলোমেলো সব ভাবনায়
এই মন তোমাকে চায় শুধু চায়,
যতো পায় তত চায়, যে তোমায়। 

চলো যাই যে দিকে দুচোখ যেতে চায়
যেখানে ভালোবেসে মেঘেরা লুকায়,
স্বপ্নের সেই ঠিকানায়।

দুটি মন, মিশে একাকার
চলো ডুবে যাই, না জেনে সাঁতার ..
আর কিছু নেই, নেই হারাবার
কি আছে বলো তোমাকে দেবার। 

এই মন তোমাকে দিলাম
হারিয়ে গেলাম, হৃদয়ে তোমার।। 

Hariye Gelam Lyrics In English :

Aar kichu nei nei harabar
Ki ache bolo tomake debar
Ei mon tomake dilam
Hariye gelam hridoye tomar
Aar kichu nei nei harabar
Ki ache bolo tomake debar

Amar ei elomelo shob vabonay
Ei mon tomake chaay shudhu chaay
Joto paay toto chaay je tomay
Cholo jai je dike duchokh jete chaay
Jekhane valobeshe meghera lukay
Shopner sei thikanay

Duti mon mishe ekakar
Cholo dube jai na jene satar
Ei mon tomake dilam
Hariye gelam hridoye tomar

নুসরাত জাহান ও যশ দাসগুপ্ত অভিনীত হারিয়ে গেলাম গানটি গেয়েছেন পাপন ও লুইপা। হারিয়ে গেলাম গানের লিরিক্স লিখেছেন তাপস।