Bilombit Lyrics by Tathagata :
Godhuli Prensents Bilombit Song Is Sung by Tathagata from Insane Bengali Short Film. This Film Directed by Sneha Karar And Souranil Singha. Music Composed by And Bilombit Lyrics Written by Tathagata.
Insane Short Film Cast : Debopriyo Sadhukhan
Song : Bilombit
Short Film Name : Insane
Vocal, Composition & Lyrics : Tathagata
Music Arrangement : Saikat Mondal
Mixing & Mastering : Dip Neogi
Programming : Kamalesh Roy
Music Video Edit : Dishani Das & Subhodip Manna
Digital Art : Sneha Karar
Written & Directed By : Sneha Karar & Souranil Singha
Produced By : Rabindranath Mitra
Label : Godhuli
Bilombit Song Lyrics In Bengali :
এই রোদের পাশে ছায়া
ভীষণ দমকা জোলো হাওয়ায়,
আজ তোমার ঘরে ঠান্ডা এলেও
ওদের ঘরে শীত,
শুধু ঘুম পাড়াবো বলে
তোমায় ডাকছি আমি কোলে,
শুধু ঘুম পাড়াবো বলে
তোমায় ডাকছি আমি কোলে।
কানে কানে শুনিয়ে দিতে
একটু বিলম্বিত,
তোমার কানে কানে শুনিয়ে দিতে
একটু বিলম্বিত।।
বলো এর বেশি কি চাওয়া
শুধু দু, একটা গান গাওয়া,
বলো এর বেশি কি চাওয়া
শুধু দু, একটা গান গাওয়া,
তোমার ঐশ্বরীক তিনটে চোখের
দূরত্ব কিঞ্চিৎ।
যদি গলায় পরি ফাঁসি
হেসে জাতিস্মরের হাসি,
যদি গলায় পরি ফাঁসি
হেসে জাতিস্মরের হাসি,
তুমি দুঃখ ভুলে রাত বিরেতে
শুনিয়ো বিলম্বিত।।
আরো শব্দ শোনা যাবে
হয়তো কয়েকটা দিন বাদে,
সব পুরোনো সংবাদে
এই আদুরে জঞ্জাল,
যদি মৃত্যুমুখী ফানুস
এই হাওয়ায় ভাসে তখন,
যদি মৃত্যুমুখী ফানুস
এই হাওয়ায় ভাসে তখন,
হয়তো কপাল জোরে দেখতে পারো
তাদের সর্বনাশ।
আমার তোমায় ছোঁয়া বাকি
তোমার চোখের-মুখের আদল,
তবু আঁকড়ে ধরে রাখি
তোমার ভেজা শাড়ির আঁচল।
এই চায়ের কাপের চুমুক
একটু ঘুম হারিয়ে ঝিমুক,
তার উত্তেজনায় মুহূর্তরা
হারায় দিকবিদিক।
তাই তোমার মুখের আদল
আনে সংলাপেতে বদল,
তাই তোমার মুখের আদল
আনে সংলাপেতে বদল,
তখন সুযোগ বুঝে
শুনিয়ো নাহয় একটু বিলম্বিত,
তখন সুযোগ বুঝে
শুনিয়ো নাহয় একটু বিলম্বিত,
তখন সুযোগ বুঝে শুনিয়ো নাহয়..
বিলম্বিত লিরিক্স - তথাগত :
Ei roder pashe chaya
Vishon domka jwolo hawa
Aaj tomar ghore thanda eleo
Oder ghore shit
Shudhu ghum parabo bole
TOmay dakchi ami kole
Kane kane shuniye dite
Ektu bilombit
Bolo er beshi ki chaowa
Shudhu du ekta gaan gaowa
Tomar oishwarik tinte chokher
Durotto kinchit
Jodi golay pori fasi
Hete jatiswar er hasi
Tumi dukkho bhule raat birete
Shuniyo bilombit
বিলম্বিত গানটি গেয়েছেন এবং লিরিক্স লিখেছেন তথাগত। গানটি ইনসানে বাংলা শর্ট ফিল্ম থেকে নেওয়া হয়েছে।
0 Comments
Post a Comment