Assash Lyrics by Noble Man



Assash Lyrics by Noble Man :

Assash Song Is Sung by Noble Man. Music Composed by And Song Mixing and Mastering by Salman Jaim. Video Song Directed by And This Bangla Rock Song Assash Lyrics Written by Abdulah Al Mamun.

Song : Assash
Singer : Noble Man
Lyrics : Abdulah Al Mamun
Music, Tune, Mixing and Mastering : Salman Jaim
Directed by : Abdulah Al Mamun
DOP, Edit & Colour : Tasrif Farabi
AD : Jahid Hassan Talib & Siam Ahmed Ceemee
Producer : Al Amin Faraj & Amran Hossain Sobuj
Production : RTF Films
Label : Boss Multimedia

Assash Song Lyrics In Bengali :

নিজের বলতে কেউ নেই
নিজেই নিজের ছায়া,
নুইয়ে পড়া গাছ একটা আকাশ
হয়ে গেছে যারা। 

নিজের বলতে কেউ নেই
নিজেই নিজের ছায়া,
পুড়ে গেছে আলো লক্ষ্যহীন
আমি একলা এক তারা। 

নদীর ঢেউ এ মন ভেজাবে
নদীর ঢেউ নেই,
ভাঙ্গা সাঁকো দাড়িয়ে আছে
আর ভাঙ্গার কিছু নেই। 
 
অন্ধকারে নিভে গেছে
জীবিত লাশের শ্বাস,
তোমরা সবাই বেঁচে আছো
একটাই আশ্বাস। 

কেউ আসে কেউ যায়
এমন নিয়মে তুমিও তাই,
পড়ে গেছি এই জীবনের ফাঁকে 
আমার ছবি বা কে আঁকে। 

আমি মরে গেলে বেঁচে যাবো 
মরে গেলে বেঁচে,
আমি মরে গেলে বেঁচে যাব
মরে গেলে বেঁচে ..

আশ্বাস লিরিক্স - নোবেল ম্যান :
Nijer bolte keu nei
Nijei nijer chaya
Nuiye pora gach ekta akash
Hoye geche jara
Nijer bolte keu nei
Nijei nijer chaya
Pure geche aali lokkhoheen
Ami ekla ektara
Nodir dheu e mon vejabo
Nodir dheu nei
Vanga sako dariye ache
Aar vangar kichu nei
Ondhokare nibhe geche
Jibit lasher swash
Tomra sobai beche acho
Ektai ashwash

আশ্বাস গানটি গেয়েছেন নোবেল ম্যান। আশ্বাস গানের লিরিক্স লিখেছেন আব্দুল্লাহ আল মামুন।