Prabhu Jagannath Lyrics Ratha Yatra Special Song



Prabhu Jagannath Lyrics Ratha Yatra Special Song :

Prabhu Jagannath Ratha Yatra Special Bengali Song Is Sung by Iman Chakraborty. Featuring : Iman and Dancing Performance by Daliya Pal Chakraborty. Music Composed by Rajkumar Roy And Ratha Jatra Special Song Joyo Joyo Provu Jagannath Lyrics Written by Gobinda Pramanick.

Song : Probhu Jagannath
Singer : Iman Chakraborty
Lyrics : Gobinda Pramanick
Composer : Rajkumar Roy
Music Arrangement : Ayan Mukherjee
Sarod : Prasenjit Sengupta
Flute : Soumyajyoti Ghosh
Mix & Mastering : Ujjal Mukherjee
Rhythm and Percussion : Abhijit Chakraborty
Choreography : Susmita Gupta
Cinematography, Edit & CC : Jyotirmoy Dutta
Music Label : Rajkumar's Collections

জগন্নাথ অর্থাৎ জগতের নাথ বা ব্রহ্মাণ্ডের প্রভু হলেন হিন্দু দেবতা বিষ্ণু বা তার অবতার কৃষ্ণের একটি বিশেষ রূপ। তাকে তার দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে পূজা করা হয়। ওড়িশা রাজ্যের পুরী শহরে জগন্নাথের প্রধান মন্দিরটি অবস্থিত। এই মন্দির হিন্দুধর্মের চারধামের অন্যতম। জগন্নাথের সবচেয়ে বিখ্যাত উৎসবটি হল রথযাত্রা।

কণিকা / ভক্তিভাজন :
রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম,
ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম।
পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি
মূর্তি ভাবে আমি দেব হাসে অন্তর্যামী।

Prabhu Jagannath Song Lyrics In Bengali :

নীলাচলে নীল-মাধব ওগো ব্রজের বংশীধারী 
জয় জয় প্রভু জগন্নাথ 
জয় জয় জয় জয় শ্রী গৌরী,
নীলাচলে নীল-মাধব। 

তুমি গোপাল ব্রজের রাখাল 
তুমি শ্যামল সচির দুলাল,
তুমি গোপাল ব্রজের রাখাল 
তুমি শ্যামল সচির দুলাল,
যুগ-অবতার যুগের হরি 
যুগ-অবতার যুগের হরি,
ওগো নন্দদুলাল
ওগো নন্দদুলাল। 

বিরাজিছো স্বর্গলোকে ওগো ও কুঞ্জবিহারী 
জয় জয় প্রভু জগন্নাথ 
জয় জয় জয় জয় শ্রী গৌরী,
নীলাচলে নীল-মাধব। 

তুমি কানাই নদেরও নিমাই 
তুমি রাম ছিলেগো ত্রেতায়, 
তুমি কানাই নদেরও নিমাই 
তুমি রাম ছিলেগো ত্রেতায়, 
ওগো প্রেমের শিরোমনি 
ওগো প্রেমের শিরোমনি,
বামে তোমারও যে রাই 
বামে তোমারও যে রাই। 

মা যশোদার নয়নমনি 
ওগো ও বিনদবিহারী,
জয় জয় প্রভু জগন্নাথ 
জয় জয় জয় জয় শ্রী গৌরী,
নীলাচলে নীল মাধব
নীলাচলে নীলমাধব। 

জয় জয় প্রভু জগন্নাথ লিরিক্স - রথযাত্রার গান :
Nilachole nilmadhob 
ogo brojer bongshidhari
joyo joyo probhu jogonnath
Joyo joyo shree gouri
Tumi gopal brijer rakhal
Tumi shyamal sochir dulal
Jugo obotar juger hori
Ogo nandadulal