E Naamey Se Naamey Lyrics from Magic :
E Naamey Se Naamey Song Is Sung by Shaan And Anwesshaa Dattagupta from Magic Bengali Movie. Starring: Ankush Hazra And Oindrila Sen. Music Composed by Dabbu And E Naame Se Naame Lyrics In Bengali Written by Rajiv Dutta And Prasenjit Mallik. Song Mixing And by Mastering Subhadeep Mitra.
Song : E Naamey Se Naamey
Singer : Shaan & Anwesshaa
Music : Dabbu
Lyrics : Rajiv Dutta & Prasenjit Mallik
Director : Raja Chanda
Story : Arnab Bhowmik
Screenplay : Arnab, Bibhas & Anubhab
Cinematographer : Soumyadipta Vicky Guin
Presenter : Suman Sengupta
Produced By : SSG Entertainment Pvt. Ltd.
Music Label : Surinder Films
E Naamey Se Naamey Song Lyrics In Bengali :
চিনেছি আমি আমায়
তোমার ঐ দু'চোখে,
পড়ে পাওয়া এ জীবন
চায় মন থেকে তোমাকে।
তোমাকে ছাড়া দিন কী কঠিন
তুমি চাও যদি নিমেষে রঙিন,
বেপরোয়া এ জীবন
আজ নিয়ে যাক যে দিকে।
এ নামে সে নামে
লিখি হাজার খামে
ভাবনা যত সবটুকুই।
এভাবে চাই কাছে
তোমাকে ধারে কাছে
ইচ্ছে আমার এই শুধুই।
হো হো..
রূপকথা আজ তোমায় নিয়ে
এসেছে ধরা দিতে,
ও.. মন ছুটে যায় তোমার দিকে
থামেনা কোনো মতে।
কী করে এত স্বপ্ন আমার
একা আনমনে কাটবে সাঁতার,
দিশাহারা এ হাওয়ায়
আজ ডেকে নাও আমাকে ..
এ নামে সে নামে
লিখি হাজার খামে
ভাবনা যত সবটুকুই।
এভাবে চাই কাছে
তোমাকে ধারে কাছে
ইচ্ছে আমার এই শুধুই।
নেই কোন আর আড়াল রাখা
আমাকে ছুঁয়ে দেখো,
ও.. আজ থেকে সব তোমার নামে
আদরে মুড়ে রাখো।
তোমাকে ছাড়া দিন কী কঠিন
তুমি চাও যদি নিমেষে রঙীন,
বেপরোয়া এ জীবন
আজ নিয়ে যাক যে দিকে।
এ নামে সে নামে
লিখি হাজার খামে
ভাবনা যত সবটুকুই।
এভাবে চাই কাছে
তোমাকে ধারে কাছে
ইচ্ছে আমার এই শুধুই।
হো হো..
এ নামে সে নামে লিরিক্স - ম্যাজিক :
Chinechi ami amay
Tomar oi duchokhe
Pore paowa e jibon
Chaay mon theke tomake
Tomake chara din ki kothin
Tumi chao jodi nimeshe rongin
Beporoya e jibon
Aaj niye jaak je dike
E naamey se naamey
Likhi hazar khame
Bhabna joto sobtukui
Evabe chai kache
Tomake dhare kache
Icche amar ei shudhui
0 Comments
Post a Comment