Tor Koshto Nebo Lyrics by Tasrif Khan



Tor Koshto Nebo Lyrics by Tasrif Khan :

Tor Koshto Nebo Song Is Sung by Tasrif Khan from Kureghor Bangla Band. Song Lyrics In Bengali Written by K M Tanbhir Siddiki.

Song : Tor Koshto Nebo
Vocal & Tune : Tasrif Khan
Lyrics : K M Tanbhir Siddiki

Tor Koshto Nebo Song Lyrics In Bengali :

চারিদিকে এত শব্দ কিসের,
কিসের আর্তনাদ?
কোন চাওয়াটা হারিয়ে ফেলে
কাঁদছিস দিবা রাত?

কেমন রকম কষ্ট লাগে
কোথায় কিসের ব্যথা?
ঠিক কতটুকু মেপে বলে দে
ভেঙে দে নিরবতা।

আঁধার লাগে ভয়ে একাকার
ভিড় থেকে সরে যাওয়া,
হিসেব মেলে না, মেলেনা খাতা
জীবনের চাওয়া পাওয়া।

আমি কেমন আছি জেনে কী হবে?
তুই ভালো নেই তাই,
একসাথে চল দু এক কদম
দুজনে হেঁটে যাই।
আমি পাশে আছি
তুই শুধু তোর গল্পটা বলে যা,
আমি যে তোর কষ্ট টা নেবো
দূরে সরে যাবো না, যাবো না।

যদি ক্ষনিকের সেই ভয়, সত্যিই মনে হয়
হাত বাড়ালে পাশে পাবি আমাকে,
আমি বন্ধু নাকি প্রেম তোর
নাকি কষ্টের অনুচর?
ভেবে নাম দিস এই মাঝপথে থামাকে।

আঁধার লাগে ভয়ে একাকার
ভিড় থেকে সরে যাওয়া,
হিসেব মেলে না, মেলেনা খাতা
জীবনের চাওয়া পাওয়া।

আমি কেমন আছি জেনে কী হবে?
তুই ভালো নেই তাই,
একসাথে চল দু এক কদম
দুজনে হেঁটে যাই।
আমি পাশে আছি
তুই শুধু তোর গল্পটা বলে যা,
আমি যে তোর কষ্ট টা নেব
দূরে সরে যাব না, যাব না।

যদি ক্লান্তি ছেয়ে যায়
না বলা কিছু রয়ে যায়,
তুই কাছে ডেকে নিস এই আমাকে।
আমি বন্ধু নাকি প্রেম তোর
নাকি কষ্টের অনুচর?
ভেবে নাম দিস এই মাঝপথে থামাকে।

তোর কষ্ট নেবো লিরিক্স - তাসরিফ খান :
Charidike eto shobdo kiser
Kiser aartonad?
Kon chaowata hariye fele
Kadchis diba raat
Kemon rokom kosto laage
Kothay kiser byatha
Thik kototuku mepe bole de
Bhenge de nirobota
Andhar laage bhoye ekakar
Bhir theke sore jaowa
Hiseb mele na, mele na khata
Jiboner chaowa paowa
Ami kemon achi jene ki hobe
Tui bhalo nei tai
Eksathe chol du ek kodom
Dujone hete jai
Ami pashe achi
Tui sudhu tor golpo ta bole ja
Ami je tor koshto ta nebo
Dure sore jabo na