Kichu Bhul Chilo Je Tomar Lyrics by Avraal Sahir



Kichu Bhul Chilo Je Tomar Lyrics by Avraal Sahir :

Kichu Bhul Chilo Je Tomar Song Is Sung by Avraal Sahir And Muna. Starring: Afran Nisho, Mehazabein Chowdhury And Anik. Music Composed by And Kichu Vul Lyrics In Bengali Written by Avraal Sahir.

Song : Kichu Bhul
Singer : Avraal Sahir & Muna
Tune, Composition & Lyrics : Avraal Sahir
Director : Mohidul Mohim
Cinematography : S R Nihad & Kamrul Islam Shuvo
Recording Label : A Studio
Music Label : RTV Music

Kichu Bhul Chilo Je Tomar Song Lyrics In Bengali :

তোমার ছায়া যাচ্ছে সরে
আড়াল করে আমায়,
তোমার ছায়া যাচ্ছে সরে
আড়াল করে আমায়,
দূরে তুমি গেলে আর নেই কিছু হারাবার।

কিছু ভুল ছিল যে তোমার, কিছু আমারি
গল্পের শেষটা জুড়ে এখনো তুমি,
কিছু ভুল ছিল যে তোমার, কিছু আমারি
গল্পের শেষটা জুড়ে এখনো তুমি।

রাত জাগা কত নিরব অভিমান
তোমায় ঘিরে আমার যত পিছুটান,
ইচ্ছেরা যদিও পূর্ণতা পেলনা
কখনো তোমায় ভুলতে বোলোনা।

যে পথের শেষে পাইনা তোমার দেখা
সে পথে আমি যাবনা।

কিছু ভুল ছিল যে তোমার, কিছু আমারই
গল্পের শেষটা জুড়ে এখনো তুমি,
কিছু ভুল ছিল যে তোমার, কিছু আমারি
গল্পের শেষটা জুড়ে এখনও তুমি।

তোমার ছায়া যাচ্ছে সরে
আড়াল করে আমায়,
তোমার ছায়া যাচ্ছে সরে
আড়াল করে আমায়,
দূরে তুমি গেলে আর নেই কিছু হারাবার।

কিছু ভুল ছিল যে তোমার, কিছু আমারই
গল্পের শেষটা জুড়ে এখনও তুমি,
কিছু ভুল ছিল যে তোমার, কিছু আমারি
গল্পের শেষটা জুড়ে এখনো তুমি।

কিছু ভুল ছিল যে তোমার লিরিক্স - আভরাল সাহির :
Tomar chaya jacche sore
Aral kore amay
Dure tumi gele aar nei kichu harabar
Kichu vul chilo je tomar, kichu amari
Golper sheshta jure ekhono tumi
Raat jaga koto nirob obhiman
TOmay ghire amar joto pichutaan
Icchera jodio purnota pelona
Kokhono tomay bhulte bolona
Je pother seshe paina tomar dekha
Se pothe ami jabona