Boro Bhoy Chilo Jabar Belay Lyrics by Dwijen Mukherjee :
Boro Bhoy Chilo Jabar Belay Song Is Sung by Dwijen Mukherjee. Music Composed by Bhupen Hazarika And Boro Voy Chilo Jabar Belay Lyrics In Bengali Written by Pulak Bandyopadhyay.Song : Boro Bhoy Chilo Jabar Belay
Singer : Dwijen Mukhopadhyay
Music Director : Bhupen Hazarika
Lyricist : Pulak Bandyopadhyay
Label : Saregama Bengali
Boro Bhoy Chilo Jabar Belay Song Lyrics In Bengali :
বড় ভয় ছিল যাবার বেলায়এত ভালবেসেছ আমায়,
আহা বিদায় না দিতে যদি পারো
যদি আঁখি জলে পথ নাহি ছাড়ো।
বড় ভয় ছিল যাবার বেলায়।।
দেখিলাম তুমি হাসি মুখে
প্রেরণার মালা দিলে বুকে,
দেখিলাম তুমি হাসিমুখে
প্রেরণার মালা দিলে বুকে,
অশ্রুর বদলে যে এলো
দুটি চোখে বিদ্যুৎ আরো ..
বড় দ্বিধা ছিল যাবার বেলায়
এত ভালো বেসেছ আমায়,
যদি অবুঝ হয়গো তুমি কভু
আমি কীভাবে এগিয়ে যাবো তবু ..
বড় ভয় ছিল যাবার বেলায়।।
দেখিলাম যাত্রার কালে
মঙ্গল শঙ্খ বাজালে,
দেখিলাম যাত্রার কালে
মঙ্গল শঙ্খ বাজালে,
বুঝিলাম জাগাতে আবার
এত প্রেম নেই যে গো কারো ..
বড় বেথা ছিল যাবার বেলায়
এত ভালো বেসেছ আমায়,
আহা আজান্তে পিছু যদি ডাকো
যদি নতমুখে দূরে সরে থাকো
বড় ভয় ছিল যাবার বেলায়।।
দেখিলাম তুমি খোলা-দ্বারে
শুভ আশা জানালে আমারে,
শাশ্বত প্রণয়ের লেখা
ঝঞ্ঝায় তুমি কী গো হারো ..
বড় ভয় ছিলো যাবার বেলায়
এত ভালোবেসেছ আমায়,
আহা বিদায় না দিতে যদি পারো
যদি আঁখি জলে পথ নাই ছাড়ো
বড় ভয় ছিল যাবার বেলায়
বড় ভয় ছিল যাবার বেলায়।
বড় ভয় ছিল যাবার বেলায় লিরিক্স - দ্বিজেন মুখোপাধ্যায় :
Baro Bhoy Chhilo Jabar Belay
Eto valobesecho amay
Aha biday na dite jodi paaro
Jodi ankhi jole poth nahi charo
Boro Bhoy Chhilo Jabar Belay
Dekhilam tumi haasi mukhe
Preronar mala dile buke
Ashrur bodole je elo
Duti chokhe bidyut aaro
Boro dwidha chilo jabar belay
0 Comments
Post a Comment