Bhalobesechi Tai Herechi Lyrics by Chandmoni Hembram Song



Bhalobesechi Tai Herechi Lyrics by Chandmoni Hembram And Sandipan :

Bhalobesechi Tai Herechi Song is Sung by Chandmoni Hembram And Sandipan Mukherjee. Starring: Jeet And Nice. Music Composed by Sandipan And Valobesechi Tai Herechi Lyrics In Bengali Written by M.A. Alam Shuvo.

Song : Bhalobesechi Tai Herechi
Singer : Sandipan Mukherjee & Chandmoni Hembram
Lyrics : M.A. Alam Shuvo
Music : Sandipan Mukherjee
Back vocal : Shubhajit Dhar
Music Arrangements : Shubhajit Dhar
Recordist : Rabi Majhi
Mix-Master : Om Sharma
Story : Sandipan Mukherjee
Direction : Sujoy Panigrahi
D.O.P : Sujay Panigrahi
Edit : Sachin
Label : SANDIPAN & PARIBAR

Bhalobesechi Tai Herechi Song Lyrics In Bengali :

ভাঙ্গছো কেন মন আমার
তুলছো মাঝে দেয়াল,
কোন কারণে তুমি যাচ্ছো ছেড়ে
করছো সবই আড়াল।

ভালোবেসেছি তাই হেরেছি
হাজার প্রশ্ন জাগে,
সবটুকু সুখ কেড়ে নিয়েছো
দিয়েছো ব্যাথা ভাগে।

চোখের দেখা ভুল হতে পারে
তুমি তো বোঝোনি,
কেন মন খারাপ আমার
কারণ খোঁজোনি।

মনের ভেতর মেঘ জমেছে
তাইতো বুঝিনি,
চেয়েছি মেনে নিতে
মন তা মানেনি।

ভালোবেসেছি তাই হেরেছি
হাজার প্রশ্ন জাগে,
সবটুকু সুখ কেড়ে নিয়েছো
দিয়েছো ব্যাথা ভাগে।

তোমায় ছাড়া অপূর্ণ তুমি সেটাকি জানোনা
ফিরতে চাই আমি মন যে মানেনা।

তোমার অভাবে রোজ আমি ডুবি আর ভাসি
তুমিতো জানো তোমাকে কতো ভালোবাসি।

ভাঙছো কেন মন আমার
তুলছো মাঝে দেয়াল,
কোন কারণে তুমি যাচ্ছো ছেড়ে
করছো সবই আড়াল।

ভালোবেসেছি তাই হেরেছি
হাজার প্রশ্ন জাগে,
সবটুকু সুখ কেড়ে নিয়েছো
দিয়েছো ব্যাথা ভাগে।

ভালোবেসেছি তাই হেরেছি লিরিক্স - চাঁদমনি হেমব্রম এর গান :
Vangcho keno mon amar
Tulcho majhe deyal
Kon karone tumi jaccho chere
Korcho sobi aral
Valobeshechi tai herechi
hajar proshno jaage
Sobtuku sukh kere niyecho
Diyecho beytha vaage
Chokher dekha bhul hote paare
Tumi toh bojhoni
Keno mon kharap amar
Karon khojoni
Moner vetor megh jomeche taito bujhini
Cheyechi mene nite mon taa maneni