Se Hese Hese Lyrics by Chamok Hasan :
Se Hese Hese Bengali Palindrome Song Is Sung by Chamok Hasan.Song : Se Hese Hese
Vocal, Music & Lyrics : Chamok Hasan
Se Hese Hese Song Lyrics In Bengali :
বাংলা প্যালিন্ড্রোম গানসে হেসে হেসে
ছেলেখেলা খেলেছে,
কেন মম মনকে
ছেড়ে গল্প গড়েছে,
না মানে মানা
না সে আর আসে না,
না মানে মানা
না সে আর আসে না,
ছেড়ে জুড়ি পারে দূরে পাড়ি জুড়েছে।
কত শত শতক
ওরে ফিরে কি সে কিরে ফিরেও?
কত কথা কতক-
ওরে সুর, তা নাচে না তার সুরেও
থাক সে কথা
তার বা কী বারতা?
যারে সরে সরে যা,
না মানে মানা
না সে আর আসে না,
না মানে মানা
না সে আর আসে না,
ছেড়ে জুড়ি পারে দূরে পাড়ি জুড়েছে।
সে হেসে হেসে
ছেলেখেলা খেলেছে,
কেন মম মনকে
ছেড়ে গল্প গড়েছে,
না মানে মানা
না সে আর আসে না,
না মানে মানা
না সে আর আসে না,
ছেড়ে জুড়ি পারে দূরে পাড়ি জুড়েছে।
সে হেসে হেসে লিরিক্স - চমক হাসান :
Se hese hese Chelekhela kheleche
Keno momo monke chere golpo goreche
Na mane mana na se aar shone na
Chere juri paare dure pari jureche
Koto shoto shotok
Ore phire ki se kire phireo
Koto kotha kotok
Ore sur taa nache na tar sureo
Thak se kotha tar ba ki barta
Jare sore sore jaa
Palindrome Song Meaning In Bengali : এই লেখাগুলোর একটা আলাদা বৈশিষ্ট্য আছে। প্রতিটা পংক্তি উল্টো করে পড়ুন, একই থাকবে। কোনো শব্দ, বাক্য, লেখা কিংবা সংখ্যা যদি এমন হয় যে উল্টো দিক থেকে পড়লেও একই থাকে তখন সেটাকে বলে প্যালিনড্রোম। প্যালিনড্রোম একটা ইংরেজি শব্দ, এসেছে গ্রিক থেকে।
0 Comments
Post a Comment