Ekhon Ami Lyrics by Shopnolok Ov



Ekhon Ami Lyrics by Shopnolok Ov :

Ekhon Ami Song Is Sung by Shopnolok Ov from Chotto Asha Bengali Album. Music Composed by Ayon Chaklader And This Bengali Broken Love Sad Song Ekhon Ami Onek Valo Lyrics In Bengali Written by Shopnolok .

Song : Ekhon Ami
Album : Chotto Asha
Vocal, Lyrics & Tune : Shopnolok @ Ov
Music : Ayon Chaklader
Director : Alif Ahsan Bipu
Label : Agniveena

Ekhon Ami Song Lyrics In Bengali :

এখন আমি অনেক ভালো
তোমায় ছাড়া থাকতে পারি,
বলে না তো কেউ আগের মতো
করো না বাড়াবাড়ি।

আমার আকাশ, আমার সবই
আমি আমার মত গুছিয়ে নিয়েছি,
আমার আকাশ, আমার সবই
আমি আমার মত গুছিয়ে নিয়েছি,
হুঁ হুঁ .. আ হা হা ...

যদি স্বপ্নটাকে আপন করে দেখতে শেখালে
তবে মাঝ পথে হাতটা ছেড়ে কি বোঝালে ?
ভালবাসি তোমায় আমি একথা জানি
তবে বলবো না আর আগের মতো
এখন আমি।

এখন আমি অনেক ভালো
তোমায় ছাড়া থাকতে পারি,
বলে না তো কেউ আগের মতো
করো না বাড়া বাড়ি।
আমার আকাশ, আমার সবই
আমি আমার মত গুছিয়ে নিয়েছি,
হুঁ হুঁ .. আ হা হা ..

যদি ঘুড়িটাকে উড়িয়ে দিয়ে ছেড়ে দেবে
তবে বাধ্য শাসনে কেন আমাকে বাঁধলে,
বৃষ্টিটাকে জড়িয়ে ধরে আজও কেঁদেছি
চোখের পানি মুছে দেবে বলে আর ভাবিনি।

এখন আমি অনেক ভালো
তোমায় ছাড়া থাকতে পারি,
বলে না তো কেউ আগের মতো
করোনা বাড়াবাড়ি।
আমার আকাশ, আমার সবই
আমি আমার মত গুছিয়ে নিয়েছি,
হুঁ হুঁ .. আ হা হা ...

এখন আমি লিরিক্স - স্বপ্নলোক অভি :
Ekhon ami onek bhalo
TOmay chara thakte pari
Bolena toh keu ager moto
Korona barabari
Amar akash amar sobi
Ami amar moto guchiye niyechi
Jodi shopnota ke apon kore dekhte shekhale
Tobe majh pothe haat ta chere ki bojhale
Valobashi tomay ami e kotha jani
Tobe bolbo na aar ager moto ekhon ami
Jodi ghurita ke uriye diye chere debe
Tobe baddho shashone keno amake badhle
Bristi ke joriye dhore aajo kedechi
Chokher pani muche debe bole aar vabini