Kotha Chilo Dekha Hobe Lyrics by Chitra Singh :
Kotha Chilo Dekha Hobe Song Is Sung by Chitra Singh And Cover Version Song Is Sung by Kona And Nishita Barua. Music Composed by Satinath Mukherjee And Katha Chilo Dekha Hobe Lyrics In Bengali Written by Shyamal Gupta.Song : Kotha Chilo Dekha Hobe
Original Singer : Chitra Singh
Lyrics : Shyamal Gupta
Tune : Satinath Mukhopadhyay
Cover Credits :
Singer : Nishita Barua
Music Rearrangement : Partha Barua
Production : 49Blue
Music Label : Seylon Tea
Kotha Chilo Dekha Hobe Song Lyrics In Bengali :
কথা ছিল দেখা হবেদেখা হলো না,
হৃদয়ের কথা তাঁর
বোঝা গেল না।
কথা ছিলো দেখা হবে
দেখা হল না,
হৃদয়ের কথা তাঁর
বোঝা গেল না,
কথা ছিল দেখা হবে।।
আলো ঝরা এই লগনে
ফাগুনের এই ক্ষনে,
আলো ঝরা এই লগনে
ফাগুনের এই ক্ষনে,
সব আশা ভেঙ্গে দিয়ে
সে তো এলোনা..
কথা ছিল দেখা হবে
দেখা হোলো না,
হৃদয়ের কথা তাঁর
বোঝা গেল না,
কথা ছিল দেখা হবে।।
ফুল দিয়ে গাঁথা মালা
ভূলেরই ঝড়ে,
অবেলায় এই পথে
গেল যে ঝরে।
অকারণ অপরাধে
মন কাঁদে প্রান কাঁদে,
অকারণ অপরাধে
মন কাঁদে প্রান কাঁদে,
সে বারতা হায় সে তো
আজও পেলনা ..
কথা ছিল দেখা হবে
দেখা হলো না,
হৃদয়ের কথা তাঁর
বোঝা গেলো না,
কথা ছিল দেখা হবে।।
কথা ছিল দেখা হবে লিরিক্স - চিত্রা সিং :
Kotha chilo dekha hobe
Dekha holo na
hridoy er kotha taar
Bojha gelo na
Aalo jhora ei logone
Faguner ei khone
Sob asha venge diye
Se to elona
Ful diye gatha mala bhuleri jhore
Obelay ei pothe gelo je jhore
Okaron oporadhe mon kade pran kade
Se barota haay se toh aajo pelona
0 Comments
Post a Comment