Amar Ekta Nodi Chilo Lyrics by Pothik Nobi :
Amar Ekta Nodi Chilo Song Is Sung by Pothik Nobi Bangla Song. Song Produced by Kaushik Hossain Taposh And Farzana Munny from TM Production exclusively for Gaan Bangla Television. Cover Version Song Is Sung by Imran Mahmudul.Song : Amar Ekta Nodi Chilo
Lyrics & Tune : Pothik Nobi
Re-Composition & Keys : Kaushik Hossain Taposh
Label : Gaan Bangla TV
Amar Ekta Nodi Chilo Song Lyrics In Bengali :
নদীর জল ছিলনা ও.. হো নদীনদীর জল ছিলনা, কূল ছিল না
ছিল শুধু ঢেউ,
আমার একটা নদী ছিল
জানলোনা তো কেউ,
এই খানে এক নদী ছিল
জানলো না তো কেউ।
আমার একটা নদী ছিলো
জানলোনা তো কেউ,
এই খানে এক নদী ছিল
জানলো না তো কেউ।
নদীর জল ছিলনা, কূল ছিল না
ছিল শুধুই ঢেউ,
আমার একটা,
আমার একটা নদী ছিলো
জানলো না তো কেউ,
এই খানে এক নদী ছিল
জানলোনা তো কেউ।
সেই ঢেউয়েতে ভেসে ভেসে
নৌকা হেথায় এলাম শেষে
ওহো আহা আহা এহে এহে,
সেই ঢেউয়েতে ভেসে ভেসে
নৌকা হেথায় এলাম শেষে
ওহো আহা আহা এহে এহে।
এখন আমি সাঁতার কাটি
সাঁতার ভোলা কেউ,
আমার একটা,
আমার একটা নদী ছিল
জানলোনা তো কেউ,
এইখানে এক নদী ছিল
জানলোনা তো কেউ।
বাঁক ছিল তার শাখে শাখে হো, হো
শাখায় শাখায় বাঁকে বাঁকে,
বাঁক ছিলো তার শাখে শাখে হো, হো
শাখায় শাখায় বাঁকে বাঁকে,
বাঁকে বাঁকে জমলো মেলা
ও সে বাঁকে বাঁকে জমলো মেলা,
মেলার ভীড়ে একলা একা
সুজন হারা কেউ,
আমার একটা,
আমার একটা নদী ছিলো
জানলোনা তো কেউ,
এই খানে এক নদী ছিল
জানলোনা তো কেউ।
নদীর জল ছিলনা হো ও..
নদীর জল ছিলনা, কূল ছিল না
ছিল শুধু ঢেউ,
আমার একটা,
আমার একটা নদী ছিল
জানলো না তো কেউ,
এই খানে এক নদী ছিলো
জানলোনা তো কেউ।
আমার একটা নদী ছিল লিরিক্স - পথিক নবী :
Amar ekta nodi chilo Janlona toh keu
Eikhane ek nodi chilo
Janlo na to keu
Nodir jol chilona kul chilona
Chilo shudhui dheu
Amar ekta nadi chilo
Janlo na toh keu
Sei dheuyete vese vese
Nouka hethay elam sheshe
Oho aha aha ehe
Ekhon ami santar kati
Santar bhola keu
Bank chilo tar shakhe shakhe
Shakhay shakhay banke banke
Bake bake jomlo mela
Melar bhire ekla eka sujon hara keu
0 Comments
Post a Comment