Naam Rekhechi Bonolota Lyrics by Shyamal Mitra



Naam Rekhechi Bonolota Lyrics by Shyamal Mitra :

Naam Rekhechi Bonolota Song Is Sung by Shyamal Mitra. Music Composed by Sudhin Dasgupta And Naam Rekhechi Banalata Lyrics In Bengali Written by Sudhin Dasgupta.

Song : Naam Rekhechhi Bonolata
Singer : Shyamal Mitra
Music : Sudhin Dasgupta
Lyricist : Sudhin Dasgupta
Label : Saregama India Ltd

Cover Credits :
Singer : Miftah Zaman
Music Rearrangement : Partha Barua
Production : 49Blue
Music Label : Seylon Tea

Naam Rekhechi Bonolota Song Lyrics In Bengali :

নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়ত বা সেই ক্ষণেই তোমায় ভালবেসেছি।
নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালবেসেছি।

বনলতা কও কথা
হয়ো না গো কুন্ঠিতা,
দ্বিধা থর থর মনেই তাই না এসেছি।
নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়ত বা সেই ক্ষণেই তোমায় ভালবেসেছি।

জল ভরা মেঘ ঐ দুচোখে দেখতে আমি পেয়েছি
একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি,
জল ভরা মেঘ ঐ দুচোখে দেখতে আমি পেয়েছি
একলা মনে নির্জনেতে তোমার ছবি একেছি,
নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়ত বা সেই ক্ষণেই তোমায় ভালবেসেছি।

বনলতা কও কথা
হয়ো না গো কুন্ঠিতা,
বনলতা কও কথা
হয়ো না গো কুন্ঠিতা,
একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি
বলবে কি গো আমিও তো তোমায় ভালবেসেছি,
একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি
বলবে কি গো আমিও তো তোমায় ভালবেসেছি।

নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়ত বা সেই ক্ষণেই তোমায় ভালবেসেছি।
বনলতা কও কথা
হইয়ো না গো কুন্ঠিতা,
দ্বিধা থর থর মনেই তাই না এসেছি।
নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালবেসেছি।

নাম রেখেছি বনলতা লিরিক্স - শ্যামল মিত্র :
Naam rekhechi bonolota jokhon dekhechi
Hoyto ba sei khonei tomay valobesechi
Bonolota koy kotha hoyona go kunthita
Didha thoro thoro monei tai na esechi
Naam rekhechi banalota jokhon dekhechi
Hoyto ba sei khonei tomay bhalobesechi
Jol bhora megh oi dachokhe
dekhte ami peyechi
Ekla mone nirjonete tomar chobi ekechi