Hariye Jawar Gaan Lyrics from Paanch Phoron 2 :
Hariye Jawar Gaan Song Is Sung by Akash Bhattacharyya from Paanch Phoron 2 Hoichoi Web Series. Music Composed by Riad Hasan And Hariye Jaowar Gaan Song Lyrics In Bengali Written by Aditya Saha.Song : Hariye Jawar Gaan
Web Series : Paanch Phoron 2
Singer : Akash Bhattacharyya
Lyrics : Aditya Saha
Composition : Riad Hasan
Mix and Master : Amit Chatterjee
Label : SVF Music
Hariye Jawar Gaan Song Lyrics In Bengali :
কোলাহল ক্রমে নীরব হবেচেনা মুখোশ গুলো পড়ে রবে,
হাওয়া ঘোরে, ঘোরে পাতারাও
থাকছে যারা, দেখছে তারা।
দাঁড়িয়েছে আজ কার্নিসে
পিছুটানে ডাক পায়নি সে,
কথা ছিলো বন্ধু পাবে
আলোকবর্ষ দূরে উড়ে যাবে।
হারিয়ে, হারিয়ে..
হারিয়ে যাওয়ার গান,
হারিয়ে, হারিয়ে ..
হারিয়ে যাওয়ার গান..
চোখের কাপড় তুমি সরিয়ে নাও
ভাবনাকে তুলি ধরিয়ে দাও,
রংধনু যদি পাও খুঁজে
আমার ছোঁওয়া তুমি পাবে বুঝে।
যদি ছেড়ে যাই এ রাজধানী
শিকড়েরা তাই সাবধানী,
সব বাধা ভেঙে চল তারা গুনি,
আমি আছি না, এসো তুমি।
হারিয়ে, হারিয়ে ..
হারিয়ে যাওয়ার গান,
হারিয়ে, হারিয়ে ..
হারিয়ে যাওয়ার গান ...
হারিয়ে যাওয়ার গান লিরিক্স - পাঁচফোড়ন ২ :
Kolahol krome nirob hobe
Chena mukhosh gulo pore robe
Hawa ghore, ghore patarao
Thakche jara, dekhche tara
Dariyeche aaj karnishe
Pichutaan daak payni se
Kotha chilo bondhu pabe
Alokborsho dure ure jabe
Hariye, hariye
Hariye Jawar Gaan
0 Comments
Post a Comment