Goriar Bus Stop Lyrics by Rupankar Bagchi And Sushmita :
Goriar Bus Stop Song Is Sung by Rupankar Bagchi And Sushmita. Durga Puja Special Bengali Love Song Music Composed by Amit Sur And Goriar Bus Stop E Te Tomay Dekhe Fida Holam Lyrics In Bengali Written by Kingshuk Chatterjee.Song : Goriar Bus Stop
Singer : Rupankar Bagchi And Sushmita
Music : Amit Sur
Lyricist : Kingshuk Chatterjee
Label : Mindblowing Media
Goriar Bus Stop Song Lyrics In Bengali :
গড়িয়ার বাসস্টপেতে তোমায় দেখে ফিদা হলামমিনিতে ওঠার পরে তোমার পাশেই বসে ছিলাম,
তোমার ওই নীল ডেনিম আমার চোখে মেঘ জমালো
পাটুলি পেরিয়ে হঠাৎ রুবির মোড়ে নেমে গেলো,
পাটুলি পেরিয়ে হঠাৎ রুবির মোড়ে নেমে গেলো।
ইমনের সাউথ ফেসিং বেলকেনিতে
এলো এক দমকা হাওয়া স্বপ্ন ছুঁতে,
জানিনা দেখলো কিনা আমার দিকে
ফাঁকা বাস বসলো এসে পাশের সিটে।
তার ওই নীল ডেনিমে আমার এ মন ফিদা হলো
পাটুলি পেরিয়ে হঠাৎ রুবির মোড়ে নেমে গেলো,
পাটুলি পেরিয়ে হঠাৎ রুবির মোড়ে নেমে গেলো।
টালিগঞ্জ মেট্রো থেকে অটোয় গড়িয়া মোড়ে এলাম
তখনই বাসস্টপেতে তোমায় আমি দেখেছিলাম,
তোমার ওই নীল সালোয়ার
মেট-ফিনিশের ঠোঁটের লালে
কোনো কাজ নেই তবুও
তোমার রূপেই দাঁড়িয়ে গেলাম,
তখনি বাস এলো আর তুমিও দেখি পড়লে উঠে
আমিও প্রেমের টানে তোমার সাথে গেলাম জুটে,
আমিও প্রেমের টানে তোমার সাথে গেলাম জুটে।
যদিও হয়নি কোনো কথা সেদিন
দেইনি বুঝতে তোমায় আমার এ সিন।
ও বুঝেছি দেখছো তুমি আমার দিকে
দিয়েছি টিকিটে নাম্বার লিখে,
তখনি সিগনেলেতে বাস দাঁড়ালো রুবি এসে
আমি যে নেমে গেলাম সেটাও ঘুরে দেখেছিলে,
তোমার ওই নীল ডেনিম আমার চোখে মেঘ জমালো
পাটুলি পেরিয়ে হঠাৎ রুবির মোড়ে নেমে গেলো,
পাটুলি পেরিয়ে হঠাৎ রুবির মোড়ে নেমে গেলো।
বলো দূর্গা মাইকী জয়...
এরপর পুজো এলো বন্ধ হয়ে গেলো কলেজ
গড়িয়ার বাসস্টপেতে হয়না যাওয়া বিলায় কেশ,
টিকিটের নাম্বারে যেই অষ্টমীতে হলো ডায়েল
ওপাশে বললো হ্যালো, নবমীতেই শুরু ট্রায়াল,
এরপর বীজন সেতু কিংবা দূরে লঙ-ড্রাইভে
পাটুলি থেকে শুরু সেদিন ছিল গুড ফ্রাইডে,
পাটুলি থেকে শুরু সেদিন ছিল গুড ফ্রাইডে।
গড়িয়ার বাসস্টপেতে তোমায় দেখে ফিদা হলাম
মিনিতে ওঠার পরে তোমার পাশেই বসে ছিলাম,
তোমার ওই নীল ডেনিম আমার চোখে মেঘ জমালো
পাটুলি পেরিয়ে হঠাৎ রুবির মোড়ে নেমে গেলো,
পাটুলি পেরিয়ে হঠাৎ রুবির মোড়ে নেমে গেলো।
গড়িয়ার বাসস্টপেতে তোমায় দেখে ফিদা হলাম লিরিক্স :
Goriar Bus Stop E Te
Tomay Dekhe Fida Holam
Monite othar pore
TOmar pashei bose chilam
Tomar oi neel denim
Amar chokhe megh jomalo
Patuli periye hotath
Rubir more neme gelo
0 Comments
Post a Comment