Tobe Thak by Arnob And Sunidhi Nayak



Tobe Thak Lyrics by Arnob And Sunidhi Nayak :

Tobe Thak Song Is Sung by Arnob And Sunidhi Nayak Bangla Song from Bioscope Original No Couple Entry. Music Composed by Shayan Chowdhury Arnob And Song Lyrics In Bengali Written by Manjurul Shibly. Starring: Afsana Mimi, Kushal Chakraborty, Orchita Sporshia And Udoy.

Song Name : Tobe Thak
Singer : Arnob & Sunidhi Nayak
Lyrics : Manjurul Shibly
Tune & Music : Shayan Chowdhury Arnobnob
Direction : Sayan Dasgupta
Edit & Color : Jobayar Abir Peal
Cinematographer : Monoj Mishra & Jobayar Abir Peal
Producer : Shahriar Shakil
Production : Alpha-i
Label : Gaanchill Music

Tobe Thak Song Lyrics In Bengali :

এই আকাশের রঙ, বাতাসে ছড়ায়
এই বাতাসের ঝরাপাতা,
অলেখা অবেলায়।
আজ প্রণয়ের ফাঁদে গড়া, নীল কৃষ্ণচূড়া
ভেজা প্রণয়ের নীচে অভিমান পাহাড়ে চূড়া।

তবে থাক, তবে থাক,
লেখা থাক, লেখা থাক
রোদমাখা আবেগের সুতোটা বাঁধা থাক।

এই যাদুর সুবাস যদি হাওয়ায় দোলে
প্রণয়ের প্রেম চিঠি নতুন এক ভোরে।

সব অভিমান সব ধুয়ে যাক
এই অবেলায়,
তবু আধো আলোতে জড়ায় আজ
কে জড়ায়।

তবে থাক, তবে থাক,
লেখা থাক, লেখা থাক
রোদমাখা আবেগের সুতোটা বাঁধা থাক।

এই ভোরের আলোতে,
পিছুটান সব সরাতে,
হৃদয়ের উষ্ণতা জমা থাক
পুরোনো নীল খামে।
কত আবেগের রং ঝরে যায়
এ অবেলায়,
তবু আধো আলোতে জড়ায় আজ
কে জড়ায়।

তবে থাক, তবে থাক,
লেখা থাক, লেখা থাক
রোদমাখা আবেগের সুতোটা বাঁধা থাক
রোদ মাখা আবেগের সুতোটা বাঁধা থাক।

তবে থাক লিরিক্স - অর্ণব, সুনিধি নায়েক :
Ei akasher rong batase choray
Ei bataser jhorapata alekha obelay
Aaj pronoyer fande gora nil krishnochura
Veja pronoyer niche obhiman pahare chura
Tobe thak, tobe thak
Lekha thak, lekha thak
Rodmakha abeger sutota badha thak