Please Samle Nish Lyrics by Pratik And Sudeshna :
Please Samle Nish Song Is Sung by Pratik Kundu And Sudeshna Durga Puja Bengali Love Song from The Bong Studio Originals. Music Composed by And Durga Pujo Special Bangla Premer Gaan Janish Ei Monta Aar Amar Nei Lyrics Written by Pratik.Song : Please Samle Nish
Singers : Pratik & Sudeshna
Music & Lyrics : Pratik Kundu
Music Arrangements : Rupak Tiari
Mix & Master : Rupak Tiari
Director : Krish Bose
Producer : The Bong Media
Edit & Color : Sanjoy Dasgupta
DOP : Subhajit Sil
Chief AD : Supayan Das
Label : The Bong Studio
Please Samle Nish Song Lyrics In Bengali :
জানিস, এই মনটা আর আমার নেই,শুধু তোর কথা বলে।
কোনো অচেনা দেশের অচেনা পথ,
তোর সাথে গেছে চলে।
সেভাবেই আমিও যাই হারিয়ে,
বারেবারে ফিরে তাকালে।
আর পাচ্ছি ভয় তোকে হারানোর,
তুই চোখের আড়াল হলে।
ক্ষনিকের আলাপে মন ভরেনা,
তোর দিকে তাকালে চোখ সরেনা।
এ কি মায়াজালে বেঁধে দিলি রে, বল ..
তোকে ছাড়া আর, কে আছে আমার,
তুই সাথে সাথে থাক, আর হাতে রাখ হাত।
তোকে ছাড়া আর, কে আছে আমার,
তুই সঙ্গে সঙ্গে চল আর সামলে নিবি বল।
যেই ছুঁলি গোপনে, আমিও হারিয়ে গেলাম।
দূর দেশের সীমানায় পা আমিও বাড়িয়ে দিলাম।
বাজে অভ্যেসের তুই বারণ,
আর আমার হাসির তুই কারণ।
কেনো সব কথায় অকারণ,
তোকে ছুঁতে চাওয়া..
তোর সাথে দেখা অঞ্জলিতে,
গল্পটা শাড়ি-পাঞ্জাবিতে,
হাতে-হাত রেখে হারিয়ে যাওয়া..
জানিস, আমি ইচ্ছে করে খুব রাগ দেখাই,
তুই মানিয়ে নিবি বলে,
জানিস আমি অকারণে খুব কষ্ট পাই,
তুই কাছে টেনে নিবি বলে।
জানিস, এই মনটা আর আমার নেই,
শুধু তোর কথা বলে।
কোনো অচেনা দেশের অচেনা পথ,
তোর সাথে গেছে চলে।
ক্ষনিকের আলাপে মন ভরেনা
তোর দিকে তাকালে চোখ সরেনা।
একি মায়াজালে বেঁধে দিলি রে, বল..
তোকে ছাড়া আর, কে আছে আমার,
তুই সাথে সাথে থাক, আর হাতে রাখ হাত।
তোকে ছাড়া আর, কে আছে আমার,
তুই সঙ্গে সঙ্গে চল আর সামলে নিবি বল।
প্লিজ প্লিজ সামলে নিস,
তুই আজ আমায় প্লিজ সামলে নিস....
প্লিজ..
প্লিজ সামলে নিস লিরিক্স - পুজোর প্রেমের গান :
Janish ei mon ta aar amar nei
Shudhu tor kotha bole
Kono ochena desher ochena pothe
Tor sathe geche chole
Sevabei amio jai hariye
barebare phire takale
Aar pacchi bhoy toke haranor
Tui chokher aral hole
Khoniker alape mon bhore na
Tor dike takale chokh sore na
Toke chara aar ke ache amar
Tui sathe sathe thak aar haate rakh haat
Tui songge songge chol aar samle nibi bol
0 Comments
Post a Comment