Krodh by Minar Rahman from Danpite Album



Krodh Lyrics by Minar Rahman :

Krodh Song is Sung by Minar Rahman from Danpite Bengali Album. Music Composed by Tahsan. Same Song Is Used In Chilekothar Chirkutt Bangla Natok. Starring: Shajal, Mehazabien And Parsa Evana. Dur Kono Pothe Lyrics Written by Minar Rahman.

Song : Krodh
Album : Danpite
Vocal, Tune & Lyrics : Minar Rahman
Music : Tahsan
Natok : Chilekothar Chirkutt
Director : Mehedi Hasan Mukul
Label : G Series

Krodh Song Lyrics In Bengali :

দূর কোনো পথে,
আমার ছুটে ছুটে ছুটে পথ চলা
নীল কোনো সুরে,
আমার গাইতে গাইতে গাইতে কথা বলা।

আর বুঝি এই পথের শেষ হবেনা কোনো দিন
আর বুঝি এই গানের সুর কাটবেনা কোনোদিন।

দূর কোনো পথে,
আমার ছুটে ছুটে ছুটে পথ চলা
নীল কোনো সুরে,
আমার গাইতে গাইতে গাইতে কথা বলা।
আর বুঝি এই পথের শেষ হবেনা কোনোদিন
আর বুঝি এই গানের সুর কাটবেনা কোনো দিন।

দূর কোনো পথে,
আমার ছুটে ছুটে ছুটে পথ চলা
নীল কোনো সুরে
আমার গাইতে গাইতে গাইতে কথা বলা।

আগুনের বুকে ফুলে ফেঁপে উঠা
সেই ভেজা মাটির গন্ধ,
আঁধারের গান গাইতে গাইতে
পথ হারায় এক অন্ধ।
শিশির দল ঘাস থেকে ঘাসে
বাতাসের সাথে উড়ে,
আমি একা বসে শান্ত নির্জনে
শ্বাস নেই বুক জুড়ে।

ক্রোধ লিরিক্স - মিনার রহমান - ডানপিটে অ্যালবাম :
Dur kono pothe
Amar chute chute poth chola
Neel kono sure
Amar gaite gaite kotha bola
Aar bujhi ei pother sesh hobe na kono din
Aar bujhi ei gaaner sur katbe na konodin
Aguner buke fule fepe utha
sei veja matir gondho
Adharer gaan gaite gaite
poth haray ek ondho