Jole Jhapas Na Lyrics from Buro Sadhu :
Jole Jhapas Na Song Is Sung by Pranjal Das from Buro Sadhu Bengali Movie. Featuring: Ritwick Chakraborty And Ishaa Saha. Music Composed by And Bengali Song Lyrics Written by Pranjal Das. Song Recorded, mixed & mastered byAnindit Roy.Song Name : Jole Jhapas Na
Movie Name : Buro Sadhu
Vocal, Music & Lyrics : Pranjal Das
Arranged & Produced by : Bad Trip
Written & Directed by : Vik
Producer : Wisemonk Creative
In-association with Abir Ghosh & Somnath Ghosh
DOP : Sanjib Ghosh
Music Label : Webaqoof Music
Jole Jhapas Na Song Lyrics In Bengali :
একটা কোমল গান্ধারআর একটা জোনাকি,
নতুন কোনো গান শুনেও
মনে হয় আগে শোনা কী?
একটা বিকেল খুচরো
আর একলা অটোই ফেরা,
নিজের চারিদিকে
নিজের চক্রবুহ্যে ঘেরা।
তাইতো বুঝতে হবে তোকে
শুধু সত্যি মিথ্যে ঝোঁকে,
তাই বুঝতে হবে তোকে
শুধু সত্যি মিথ্যে ঝোঁকে।
যে যা বলে বলুক লোকে ঘুরে তাকাস না
ওটা মিথ্যে নীলের মায়া ওটা আকাশ না।
জলে ঝাঁপাস না, জলে ঝাঁপাস না।
একটা পাপের মূল্য, আর একটা পূণ্যতে
কখনো একাই একশো আবার কখনো শূণ্যতে।
মিথ্যে স্বপ্ন ঘেরাটোপ
কখনো সত্যি সত্যি হয়,
নিজের কাছে হারিয়ে যাওয়ার
সেই তো পেলাম ভয়।
তাইতো বুঝতে হবে তোকে
শুধু সত্যি মিথ্যে ঝোঁকে,
তাই বুঝতে হবে তোকে
শুধু সত্যি মিথ্যে ঝোঁকে।
যে যা বলে বলুক লোকে ঘুরে তাকাস না
সে যে চিত্রে তরল ছায়া নীল আকাশ না।
জলে ঝাপাস না, জলে ঝাপাস না।
উৎস খুঁজতে গিয়ে
কখনো পথ হারিয়ে যায়,
যার যাকে পাওয়ার সে তাকে হারায়।
যে দলের যে পথিক সে কিন্তু একা
দূর থেকে লাগে সোজা,
হাঁটতে গেলেই বাঁকা।
তবুও কেমন পথ, পথের ধারে বাড়ি
স্বপ্নে আমি সফল, বাস্তবে না পারি।
তাইতো বুঝতে হবে তোকে
শুধু সত্যি মিথ্যে ঝোঁকে,
তাই বুঝতে হবে তোকে
শুধু সত্যি মিথ্যে ঝোঁকে।
যে যা বলে বলুক লোকে ঘুরে তাকাস না
ওটা মিথ্যে নীলের মায়া, ওটা আকাশ না।
জলে ঝাঁপাস না, জলে ঝাঁপাস না..
জলে ঝাঁপাস না লিরিক্স - বুড়ো সাধু :
Ekta komol gandhar
Aar ekta jonaki
Notun kono gaan shuneo
Mone hoy aage shona ki
Ekta bikel khuchro
Aar ekla autoy phera
Nijer charidike
Nijer chokrobuhe ghera
Taitoh bujhte hobe toke,
Shudhu sotti mithye jhonke
Je ja bole boluk loke
Ghure takas na.
Ota mithye neel er maya
Ota akash na, Jole Jhapas Na
0 Comments
Post a Comment