Ashkara by Timir Biswas From Buro Sadhu Bengali Movie



Ashkara Lyrics from Buro Sadhu :

Ashkara Song Is Sung by Rupam Islam, Timir Biswas And Bumpai Chakraborty from Buro Sadhu bengali Movie. Starring: Ritwick Chakraborty, Ishaa Saha, Mishmee Das And Chiranjeet. Music Composed by Askara Song Lyrics Written by Pranjal Das. Music Arrangement by Nabarun Bose. Song Mix & Mastered by Anindit Roy.

Song : Ashkara
Movie : Buro Sadhu
Singer : Rupam Islam, Timir Biswas & Bumpai Chakraborty
Written & Composed By : Pranjal Das
Written & Directed by : Vik
DOP : Sanjib Ghosh
Producer : Wisemonk Creative
Music Label : Webaqoof Music

Ashkara Song Lyrics In Bengali :

ও.. পিছলা আকাশ শুকনা মাটি
শ্যাওলা মনে কেমনে হাঁটি,
শরীর বোঝে শীতল পাটি
আমার মাথায় অচিন পাখি।

কিছু নষ্ট বিকেলে দিক ভ্রষ্ট হয়ে যায় পাখিরা
একটি বিশেষ বৃক্ষতে একলা পড়ে যায় বাকিরা,
ভিজতে গিয়ে মাঝ রাতে শুকিয়ে যাচ্ছে দেহটা
আলোর মধ্যে আপনজন তবু প্রশ্ন জাগে কে ওটা?

গ্রীষ্মকালে তুষারপাত এ কি কান্ড হচ্ছে বল দেখি
দাড়ি পাল্লাও বুঝছেনা
কে যে হাল্কা কার ওজন বেশি,
আমি বুঝি আমাকে বৃষ্টির দাগ লেগে জামাতে
ছুটতে গিযে হোঁচট খাই তবু মন চাইছে না থামাতে।
ও ও হো ...

তোমারই আস্কারায় মাছেরা আঁশ ছাড়ায়
নতুন ব্যাকরনে তুমি নতুন কোন এক অবতার,
দুপাশে লাল জলে, দু'পা আজকাল টলে
দাঁড়িয়ে মাঝখানে তুমি ভাবো তুমি কার?

তবু ভাবছি প্রেক্ষাপট বিষ যন্ত্র মিসছে প্রতীক্ষায়
ফল বেরিয়ে যাবার পর ফের বসতে হচ্ছে পরীক্ষায়,
তোমার মতো আমিও তাই সাবধানে পা নামিও
বৃষ্টিপাতের সূত্রপাত কোথায় তা ভেবে জানিও।
ও ও হো ..

মিথ্যে আলোর এ কার বাড়ি?
হাওয়ায় ভাসা বেদরকারি
মেঘের নিচেও মেঘের সারি
অচিনপুরে দিলেম পাড়ি।

আশকারা লিরিক্স - বুড়ো সাধু :
Pichlay akash shukno mati
Sheola mone kemne haati
Shorir bojhe shitol paati
Amar mathay achin pakhi
Kichu nosto bikele
dik bhrosto hoye jay pakhira
Ekti bisesh brikkhote
Ekla pore jaay baki ra
Vijte giye majhraate
shukiye jacche dehota
Aalor moddhe aponjon
Tobu proshno jaage ke ota?