Tui Valo Na Meye Lyrics by Meraj Tushar :
Tui Valo Na Meye Song Is Sung by Meraj Tushar. Starring: Shakila Pervin And Shafayat Durjoy. Valoi Chilam Tore Valo Na Bese Lyrics Written by Meraj Tushar. Tui Valo Na Chele Female Version Song Is Sung by Tumpa Khan.Song : Tui Bhalo Na Meye
Vocal, Tune & Lyrics : Meraj Tushar
Music : Meraj Tushar & R Joy
Guiter Arrangement & Mix master : R Joy
Director : Shahed Shahrukh
DOP : Nahian Belal
Edit : Habib Rahman
Label : Password Entertainment
Tui Valo Na Meye Song Lyrics In Bengali :
ভালোই ছিলাম তোরে ভালো না বেসেতোর সুখের বলী হলাম আমি অবশেষে।
ভালোই ছিলাম তোরে ভালো না বেসে
তোর সুখের বলী হোলাম আমি অবশেষে,
ভালোবাসার বিনিময়ে দুঃখ পেলাম
মন পিঞ্জরের পোষা ময়না আমি হারালাম।
তুই ভালো না মেয়ে তুই ভালো না
ভালোর মুখোশ পরে ছিলি চেনা গেল না,
তুই ভালো না মেয়ে তুই ভালো না
জীবন আমার রসাতলে তোর ছলনা।
চারদিকে তোর শূণ্য দশা আমি পাশে ছিলাম
নিজের মুখে বলেছিলি নতুন জীবন পেলাম,
আমার আকাশ রঙিন যখন ব্যথারও নীলে
পাখি রে তুই গেলি ছেড়ে অসহায় ফেলে।
তুই ভালো না মেয়ে তুই ভালো না
জীবন আমার রসাতলে তোর ছলনা,
তুই ভালো না মেয়ে তুই ভালো না
কেমন করে ঘুম আসে তোর দিয়ে ছলনা।
আমায় মন্দ বলে গেলি কোন সে সুখের নীড়
আমার দিকে ছুঁড়ে মারলি অভিযোগের তীর,
বারেবারে বলেছিলি সব অনুভব আমি
মিথ্যে অনুভবের শিকার কাঁদতে হবে জানি।
তুই ভালো না মেয়ে তুই ভালো না
জীবন আমার রসাতলে খবর নিলি না,
তুই ভালো না মেয়ে তুই ভালো না
জীবন এখন হয়ে গেল দুঃখের জেলখানা।
ভালোই ছিলাম তোরে ভালো না বেসে
তোর সুখের বলী হলাম আমি অবশেষে,
ভালোবাসার বিনিময়ে দুঃখ পেলাম
মন পিঞ্জরের পোষা ময়না আমি হারালাম।
তুই ভালো না মেয়ে তুই ভালো না
ভালোর মুখোশ পরে ছিলি চেনা গেল না,
তুই ভালো না মেয়ে তুই ভালো না
জীবন আমার রসাতলে তোর ছলনা।
তুই ভালো না মেয়ে গানের লিরিক্স - মিরাজ তুষার :
Bhaloi chilam tore bhalo na beshe
Tor sukher boli holam ami oboseshe
Valobashar binimoye dukkho pelam
Mon pinjorer posha moyna ami haralam
Tui valo na meye tui valo na
Valor mukhsh pore chili chena gelo na
Tui bhalo na meye tui bhalo na
Jibon Amar Rosatole tor cholona
0 Comments
Post a Comment