Tomar Haate Haat by Minar Rahman



Tomar Haate Haat Lyrics by Minar Rahman :

Tomar Haate Haat Song Is Sung by Minar Rahman. Music Composed by Rezwan Sheikh And Bengali Song Lyrics Written by Sajeeb Shahriar.

Song : Tomar Haate Haat
Singer : Minar Rahman
Lyrics : Sajeeb Shahriar
Music & Tune : Rezwan Sheikh
Lyrics Video : Md Khair
Label : Suranjoli

Tomar Haate Haat Lyrics In Bengali :

আমি রাখতে চাই হাত
তোমার হাতে আবার,
আমি ডাকতে চাই নাম ধরে
দাও যদি অধিকার।

আমি থাকতে চাই খুব করে
ছায়া হয়ে তোমার,
আমি আঁকতে চাই তোমাকে
হৃদয় ভাঁজে আবার..

তুমি ছাড়া, এখন আমার
অন্য আরতো কিছু নেই,
দিনে রাতে, অজুহাতে
মগ্ন তোমাতেই।

অল্প ভুলের এতো ব্যাথা
কি করে হয় বলো,
গল্প করে মুখোমুখি
সমাধান করি চলো।

আমি থাকতে চাই খুব করে
ছায়া হয়ে তোমার,
আমি আঁকতে চাই তোমাকে
হৃদয় ভাঁজে আবার ..

তুমি ছাড়া, এখন আমার
অন্য আরতো কিছু নেই,
দিনে রাতে, অজুহাতে
মগ্ন তোমাতেই।

কথা দিলাম যাবো না আর
তোমায় ছেড়ে দূরে,
তুমি রবে শুধু আমার
গান কবিতা জুড়ে।

আমি থাকতে চাই খুব করে
ছায়া হয়ে তোমার,
আমি আকতে চাই তোমাকে
হৃদয় ভাজে আবার ...

তুমি ছাড়া, এখন আমার
অন্য আরতো কিছু নেই,
দিনে রাতে, অজুহাতে
মগ্ন তোমাতেই।

তোমার হাতে হাত লিরিক্স - মিনার রহমান :
Ami rakhte chai haat
Tomar Haate abar
Ami dakte chai naam dhore
Dao jodi adhikar
Ami thakte chai khub kore
Chaya hoye tomar
Ami akte chai tomake
Hridoy vaje abar
Tumi chara ekhon amar
Onno aarto kichu nei
Dine raate ajuhaate Mogno tomatei