Gogone Krishno Megh Dole Nazrul Geeti



Gogone Krishno Megh Dole Lyrics :

Gogone Krishno Megh Dole Nazrul Geeti Song Is Sung by Tina Ghoshal. Originaly This Song Is Sung by Sandhya Mukhopadhyay. Gagane Krishna Megh Dole Song Lyrics written by Kazi Nazrul Islam. This Is A Bengali Bengali Jhulan Song, Jhulan Yatra Or Jhulon Purnima is one of the most important festivals of Lord Krishna And Celebrated Month of Shravan.

Song : Gagane Krishna Megh Dole
Singer : Tina Ghoshal
Originaly Sung by : Sandhya Mukherjee
Lyrics & Tune : Kazi Nazrul Islam
Arrangement & Mix Master : Amit Ghosh
Studio : Murli Studio
Label : SVF Devotional

Gogone Krishno Megh Dole Song Lyrics In Bengali :

গগনে কৃষ্ণ মেঘ দোলে
কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে,
থির সৌদামিনী রাধিকা
থির সৌদামিনী রাধিকা,
দোলে নবীন ঘনশ্যাম সনে
দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়,
দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়
দোলে আজি শাওনে
দোলে, দোলে আজি শাওনে।
গগনে কৃষ্ণ মেঘ দোলে
কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে
থির সৌদামিনী রাধিকা,
থির সৌদামিনী রাধিকা।

পরি ধানি রঙ ঘাঘরি,
মেঘ রঙ ওড়না
গায় গান, দেয় দোল
গোপীকা চল-চরণা।
ময়ূর নাচে পেখম খুলে,
ময়ূর নাচে পেখম খুলে
বন ভবনে।
দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়,
দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়
দোলে আজি শাওনে
দোলে, দোলে আজি শাওনে।
গগনে কৃষ্ণ মেঘ দোলে
কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে
থির সৌদামিনী রাধিকা..
থির সৌদামিনী রাধিকা।

গুরু গম্ভীর মেঘ মৃদঙ্গ বাজে
গুরু গম্ভীর মেঘ মৃদঙ্গ বাজে,
আঁধার অশ্রুর তলে।
হেরিছে ব্রজের রসলীলা
অরুন লুকায়ে মেঘ কোলে।
মুঠি মুঠি বৃষ্টির ফুল ছুঁড়ে হাসে
দেব-কুমারীরা হের অদূর আকাশে,
জড়াজড়ি করি নাচে তরুলতা,
জড়াজড়ি করি নাচে তরুলতা
উতলা পবনে।
দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়,
দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়
দোলে আজি শাওনে
দোলে, দোলে আজি শাওনে।
গগনে কৃষ্ণ মেঘ দোলে
কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে
থির সৌদামিনী রাধিকা...

গগনে কৃষ্ণ মেঘ দোলে লিরিক্স - নজরুল গীতি :
Gogone krishno megho dole
Kishor krishno dole brindabone
Thiro soudamini radhika
Doley nobin ghonoshyam sone
Dole radha shyam jhulon dolay
Dole aaji shayone