Sunyo Haat by Pratik Kundu



Sunyo Haat Lyrics by Pratik Kundu :

Sunyo Haat Song Is Sung by Pratik Kundu. Niye Shunno Haat Lyrics Written by Pratik. Music Arrangements, Mix & Master by Dipesh. Video Song Directed by Krish Bose. Tobu Bhalobashi Lyrics from The Bong Untold Originals. Starring : Ankan And Neeharika

Song : Sunyo Haat
Vocal, Music & Lyrics : Pratik Kundu
Mix & Master : Dipesh
Director : Krish Bose & Saikat
Edit & Color : Sanjoy Dasgupta
DOP : Subhajit Sil
AD : Supayan Das
Label : The Bong Studio

Sunyo Haat Song Lyrics In Bengali :

চুপ করে বসে ঘরের কোণে
আনমনে তোমার টেলিফোনে,
হারিয়ে যাওয়ার রূপকথার এই দেশে
তবে বাস্তবেতেই ফিরে আসা শেষে।

এলোমেলো এই কোন ঝড়
এলো এক রাতে,
ভেঙ্গে চুরে গেল স্বপ্নের ঘর
আমি ব্যস্ত সাজাতে।

স্বপ্নের মেন রোড ফুটপাত
তোমার হাতেই আমার হাত,
নেশাতুর  রাত শেষে ঘরে ফেরা
নিয়ে শূন্য হাত ....

হাসি মুখে কান্নাকে লুকিয়ে
তোর গলিতেই বারে বারে গিয়ে,
দুমড়ে মুচড়ে স্বপ্নগুলো খোঁজা
তবে সব শেষে নিজেকেই ভুল বোঝা।

আর দেরী নেই উঠবে সূর্য
এ মন বোঝে না..
এদিক ওদিক আমার দু'চোখ
তোকে ছাড়া কিছু খোঁজে  না..

আজও রয়েছে খালি ফুটপাত
নেই তোর হাতে আমার হাত,
নেশাতুর রাত শেষে ঘরে ফেরা
নিয়ে শূন্য হাত ....

শূন্য হাত তবু ভালোবাসি লিরিক্স - প্রতীক কুন্ডু :
Chup kore boshe ghorer kone
Aanmone tomar telifone e
Hariye jaowar rupkorai deshe
Tobe bastobetei phire asa sheshe
Shopner main road footpath
Tomar haatei amar haat
Neshatur raat seshe ghore phera
Niye shunyo haat..