Shunte Ki Pao Lyrics by Tahsin Ahmed :
Shunte Ki Pao Song Is Sung by Tahsin Ahmed from Shunte Ki Pao Bangla Natok. Starring: Apurba And Tanjin Tisha. Music Composed by Ahmed Humayun And Bengali Song Lyrics Written by Ahmed Risvy.Song : Sunte Ki Pao
Singer : Tahsin Ahmed
Lyrics : Ahmed Risvy
Tune & Music : Ahmed Humayun
Director : Jakaria Showkhin
Edit & Color : Amitav Mazumder
Cinematographer : Shumon Hossain
Label : Soundtek
Shunte Ki Pao Song Lyrics In Bengali :
কেন যে রোদ গোলানো একটা দুপুরতোমার অপেক্ষায়,
কেন যে অনেক কথার গল্প জমে
মনের কিনারায়।
কেন যে বলতে গিয়েও হয়না বলা
প্রেমের গদ্য গান,
কেন যে বুকের ভেতর যাচ্ছি পুষে
নীরব অভিমান।
এইভাবে শত ভাবনায় ভাবি তোমায়
তবু দূরত্ব টা শুধুই বাড়ে,
ভুল করা রোজ নিয়মে যথাক্রমে
তুমি থাকো আমায় ঘিরে।
শুনতে কি পাও?
তুমি হৃদয়ে না বলা কথা,
শুনতে কি পাও?
কেন মন কাঁদে অযথা।
রাত গুলো ভেসে যায় ফিরে আসে ভোর
আমি শুধু পেতে চাই ঘুমের আদর।
এইভাবে শত ভাবনায় ভাবি তোমায়
তবু দূরত্ব টা শুধুই বাড়ে,
ভুল করা রোজ নিয়মে যথাক্রমে
তুমি থাকো আমায় ঘিরে।
শুনতে কি পাও?
তুমি হৃদয়ে না বলা কথা,
শুনতে কি পাও?
কেন মন কাঁদে অযথা..
শুনতে কি পাও গানের লিরিক্স - তাহসিন আহমেদ :
Eivabe Shoto vabonay vabi tomay
Tobu durotto ta shudhui bare
Bhul kora roj niyome jothakrome
Tumi thako amay ghire
Shunte ki pao?
Tumi hridoye na bola kotha
Shunte ki pao ?
Keno mon kande ojotha
0 Comments
Post a Comment