Ghum Bhenge Jay by Bappa Mazumder



Ghum Bhenge Jay Lyrics by Bappa Mazumder :

Ghum Bhenge Jay Song Is Sung by Bappa Mazumder from Rong Cha Bangla Natok. Starring: Jovan And Safa Kabir. Music Composed by Khanam Sanu Sandhi And Ghum Venge Jay Lyrics Written by Bappa Mazumder.

Song : Ghum Bhenge Jay
Drama : Rong Cha
Vocal, Lyrics & Tune : Bappa Mazumder
Music : Khanam Sanu Sandhi
Direction : L R  Shohel
Label : G Series

Ghum Bhenge Jay Song Lyrics In Bengali :

ঘুম ভেঙে যায়
যদি কোনো শীতের রাতে,
জানালা খুলো না
তোমার উষ্ণ হাতে।

আমি রাতের আকাশ, শীতের বাতাস
তোমার চুলে উড়ি,
আমি রংধনুর রং নিয়ে
তোমার স্বপ্নে পুড়ি।

ঘুম ভেঙ্গে যায়..

মুঠোয় পুড়ে স্বপ্ন, আমার রং মাখি
আমার দেয়ালে কোন ছবি,
এঁকে বসে আছি।

তোমার চুড়ির শব্দ আমার কানে বাজে
দু'হাতে ধরা দেয় না শুধু আমায় খোঁজে।
আমি স্রোতের নদী, ছুটে চলি
সাগর'পানে একা,
দু'হাতে আমার ভালোবাসার
তোমার কাব্য লেখা।

ঘুম ভেঙে যায়
যদি কোনো শীতের রাতে,
জানালা খুলো না
তোমার উষ্ণ হাতে।

আমি রাতের আকাশ, শীতের বাতাস
তোমার চুলে উড়ি,
আমি রঙধনুর রঙ নিয়ে
তোমার স্বপ্নে পুড়ি..

ঘুম ভেঙে যায় লিরিক্স - বাপ্পা মজুমদার :
Ghum venge jay
Jodi kono shiter raate
janala khulo na tomar ushno haate
Ami raater akash shiter batash
Tomar chule uri
Ami rongdhonur rong niye
Tomar shopne puri