Ektu Jayga Dena Lyrics from Kidnap
Ektu Jayga De Na Lyrics is written by Ritam Sen. Music Mixed & Mastered by Rupjit Das. Ektu Jayga Dena Song Is Sung by Armaan Malik from Kidnap Bengali Movie. Starring: Dev And Rukmini Maitra. Music composed by Jeet Gannguli.Movie : Kidnap
Singer : Armaan Malik
Music : Jeet Gannguli
Lyrics : Ritam Sen
Director : Raja Chanda
DOP : Souvik Basu
Presenter : Nispal Singh
Produced by : Surinder Films Pvt. Ltd
Download Ektu Jayga Dena Song
Ektu Jayga Dena Song Lyrics In Bengali
একটু জায়গা দে না,আমায় একটু জায়গা দে না,
যেন তোর আদোর মাখতে পারি।
একটু যায়গা দে না,
আমায় একটু যায়গা দে না
যেন তোর খবর রাখতে পারি,
যেন তোর খবর রাখতে পারি।
তোকে নিয়ে কি যে করি বুঝিনা
তোকে ছাড়া কেন কিছু খুঁজিনা।
মনে মনে তোর, নেশা নেশা খোর
ফিরে ফিরে তোকে চাওয়া।
কাছাকাছি থাক, চোখে চোখে ডাক
এলোমেলো দিক হাওয়া।
একটু জায়গা দে না,
আমায় একটু জায়গা দে না।
যেন তোর পাশে হাঁটতে পারি,
যেন তোর সাথে বাঁচতে পারি।
কানাকানি হোক, জানাজানি হোক
চুপিচুপি কাছে যাওয়া।
হাসি হাসি মুখ, লুকোচুরি সুখ
ভালোবেসে কাছে পাওয়া।
একটু জায়গা দে না,
আমায় একটু জায়গা দে না।
যেন তোর আদর মাখতে পারি।
একটু জায়গা দে না,
আমায় একটু জায়গা দে না।
যেন তোর খবর রাখতে পারি,
যেন তোর খবর রাখতে পারি।
0 Comments
Post a Comment