Chup Chap Koshto Gulo Lyrics by Asif Akbar :
Chup Chap Koshto Gulo Song Is Sung by Asif Akbar Bangla Song 2019. Featuring: Avril And Antu. Music composed by EB And Rosen And Bengali Song Lyrics written by And Video Song Directed by Ethun Babu.Song : Chup Chap Koshto Gulo
Singer : Asif Akbar
Lyric & Tune : Ethun Babu
Music : EB & Rosen
Direction : Ethun Babu
Cinematographer : Sheul Babu
Label : Dhruba Music Station
Chup Chap Koshto Gulo Lyrics In Bengali :
কার লাগি বসে থাকি, গহীন বালুচরে।যায় পুড়ে যায় মন হারিয়ে
বেদনার কোন ওপারে।
চুপ চাপ কষ্ট গুলো, বুকের চারিধারে।
তুমি কি আমায় ছেড়ে,
চলে গেছ ঠিকানা বিহীন,
ওপারে, ওপারে, ওপারে।
তুমি কি আমায় ছেড়ে,
চলে গেছ ঠিকানা বিহীন,
ওপারে, ওপারে।
সপ্ন ঘরটা ওই ভাবেই, ওখানে আছে।
শুধু এ পাশের দেওয়ালটা, ভেঙ্গে গেছে।
অল্প কথার গল্পটা, মনে কি পড়ে?
ওটাও যে হারিয়েছে, সেদিনের ঝড়ে।
ডুবে আছি মুগ্ধতায়, শুদ্ধতায় ঘাম ঝরে,
কড়া রৌদ্রের ওই দুপুরে।
চুপ চাপ কষ্ট গুলো, বুকের চারিধারে।
তুমি কি আমায় ছেড়ে,
চলে গেছ ঠিকানা বিহীন ওপারে, ওপারে।
রং করা ছবিটা বাঁকা হয়ে ঝুলছে,
মরচে পরা দোলনাটায় একা দুলছে।
কবিতার শেষ পাতাটা ছিড়ে ফেলেছি,
আকাশ পানে চেয়ে দুচোখ মেলেছি।
ট্রেনের হুইসেল শুনছি,
আসছে বুঝি তেড়ে,
রাত কিংবা গভীর আঁধারে।
চুপ চাপ কষ্ট গুলো, বুকের চারিধারে।
তুমি কি আমায় ছেড়ে,
চলে গেছ ঠিকানা বিহীন, ওপারে, ওপারে।
চুপ চাপ কষ্ট গুলো লিরিক্স :
Kar Lagi Bose Thaki Gohin BaluchoreJay Pure Jay Mon Hariye,
Bedonar Kon Opare
Chup Chap Kosto Gulo Buker Charidhare
Tumi Ki Amay Chere,
Chole Gecho Thikana Bihin
Opare, Opare, Opare
Shopno Ghor Ta Oi Vabei Okhane Acha
Shudhu Ei Pasher Deowalta Venge Gecha
Olpo Kothar Golpo Ta Mone Ki Pore?
Otao Je Hariyeche Se Diner Jhore
Dube Achi Mugdhotay Shuddhotay Gham Jhore
Kora Rodder Oi Dupure
Rong Kora Chobita Baka Hoye Jhulcha,
Morche Pora Dolnata Eka Dulcha
Kobitar Shesh Patata Chire Felechi
Akash Pane Cheye Duchokh Melechi
Trainer Huisel Shunchi Asche Bujhi Tere,
Raat Kinba Gobhir Adhare
0 Comments
Post a Comment