Ohongkar Lyrics Arman Alif Bangla Song 2019




Ohongkar Lyrics by Arman Alif :

Song : Ohongkar (অহংকার)
Singer : Arman Alif
Lyrics : Shawon Hossain Raju
Music & Tune : SK Sameer
Director : Saikat Reza
DOP : Bikash Saha
Edit : S.M Tushar
Powered By : DIGITAL SOLUTION

Ohonkar Song Lyrics In Bangla. The Song is sung by Arman Alif. Music composed by SK Sameer. Starring: Anan Khan And Tahi. Video song directed by Saikat Reza.

Ohongkar Lyrics :

আরও সুন্দর হও তুমি,
পরী যেমন হয়,
উড়তে তোমায় ঐ বিধাতা
পাখা যেন দেয়। (x2)

মানুষ তুমি নও দেবী
তবু চমৎকার।
অহংকারে পা পড়ে না
মাটিতে তোমার।

তোমায় ছুঁয়ে দেবার এখন
ইচ্ছে নেই আমার,
দেখবো তোমার উড়া-উড়ি
থেকে আমি আমার। (x2)

রোদে আমার পুড়ুক দেহ
চাইনা তোমার ছায়া,
তোমার মতোই পাথর হবো,
ভুলবো মায়া দয়া। (x2)

মানুষ তুমি নও দেবী,
তবু চমৎকার।
অহংকারে পা পড়ে না,
মাটিতে তোমার।

তোমায় ছুঁয়ে দেবার এখন
ইচ্ছে নেই আমার,
দেখবো তোমার উড়াউড়ি
থেকে আমি আমার। (x2)

রাত পোহালেই ঘুম ফুরাবে
স্বপ্ন যাবে উড়ে,
কাছে আসতে চাইলে তুমি
আমি যাবো দূরে। (x2)

মানুষ তুমি নও দেবী
তবু চমৎকার।
অহংকারে পা পড়ে না
মাটিতে তোমার।

তোমায় ছুঁয়ে দেবার এখন
ইচ্ছে নেই আমার,
দেখবো তোমার উড়া'উড়ি
থেকে আমি আমার। (x2)

আরও সুন্দর হও তুমি,
পরী যেমন হয়,
উড়তে তোমায় ঐ বিধাতা
পাখা যেন দেয়। (x2)
মানুষ তুমি নও দেবী
তবু চমৎকার।
অহংকারে পা পড়ে না
মাটিতে তোমার।

তোমায় ছুঁয়ে দেবার এখন
ইচ্ছে নেই আমার,
দেখবো তোমার উড়াউড়ি
থেকে আমি আমার। (x3)


অহংকার লিরিক্স - আরমান আলিফ :
Aaro sundor hou tumi pori jemon hoy
Urte tomay oi bidhata pakha jeno dey
Manus tumi nou devi tobu chomotkaar
Ohonkare paa pore na matite tomar

Tomay chuye debar ekhon icche nei amar
Dekhbo tomar urauri theke ami amar
Rode amar puruk deho chaina tomar chaya
Tomar motoi pathor hobo vulbo maya doya

News About Ohongkar Song Lyrics Arman Alif New Bangla Song 2019: Aaro Sundor Hou Tumi Pori Jemon Hoy Ahonkar Song Lyrics written by Shawon Hossain Raju. Director Of Photography by Bikash Saha.