Mon Amar by Subhankar Bairagi Bengali Song




Mon Amar Lyrics by Subhankar Bairagi :

Song: Mon Amar (মন আমার)
Singer: Subhankar Bairagi
Music & Tune: Shounak Das
Lyrics: Rs Rakib Rafi
Guitars: Sourav Moon
Mixing & Mastering: Shounak Das
DOP & Edit: Shounak Das
Concept & Production Head: Sriparna Amin
Light & Sound: A-One Light Sound Equipments
Label: Studio IN

Mon Amar Song Lyrics In Bengali. The Song Is Sung by Subhankar Bairagi. Mon Jane Koto Ki Vebe Rekhechi Bangla Song Lyrics written by Rs Rakib Rafi And Music composed by Shounak Das.

Mon Amar Lyrics :

মন জানে কত কি ভেবে রেখেছি
সবই বলবো তোকে পেলে একাকি (x2)

মন জানে কত কি ভেবে রেখেছি
সবই বলবো তোকে পেলে একাকি
তুই ছাড়া কোনো কিছুতেই নেই সায়
আজকাল মন আমার অজান্তে হারায়।
তোর হাসি মুখ রেখে
তোকে আজ সঙ্গী করে
চলবো পথ একসাথে বারে-বার
তোর হাতে হাত রেখে
যাবো আমি দূর পথে
পাড়ি দেবো সঙ্গী হবি আয়।

স্বপ্ন ঘোরে গোপনে,
আসিস তুই চুপিসারে
কত যে কল্পনাকে
সাজিয়েছি নিজের করে (x2)
তুই ছাড়া কোনো কিছুতেই নেই সায়
আজকাল মন আমার অজান্তে হারায়।
তোর হাসি মুখ রেখে
তোকে আজ সঙ্গী করে
চলবো পথ একসাথে বারে-বার
তোর হাতে হাত রেখে
যাবো আমি দূর পথে
পাড়ি দেবো সঙ্গী হবি আয়।

শূন্যতা অপূর্ণতা, পেতে চায় পূর্ণতা
এতো কাছে আছি তবু
থেকে যায় বিষন্নতা (x2)
তুই ছাড়া কোনো কিছুতেই নেই সায়
আজকাল মন আমার অজান্তে হারায়।
তোর হাসি মুখ রেখে
তোকে আজ সঙ্গী করে
চলবো পথ একসাথে বারে-বার
তোর হাতে হাত রেখে
যাবো আমি দূর পথে
পাড়ি দেবো সঙ্গী হবি আয়।


Mon Jaane koto ki vebe rekhechi
Sobi bolbo toke pele ekaki
Tui chara kono kichutei nei saay
Aajkal mon amar ojante haray
Tor haasi mukh rekhe toke aaj songee kore
Cholbo poth eksathe baare-baar
Tor haate haath rekhe
Jabo ami dur pothe
Paari debo songi hobi aay