Jekhanei Thako Bhalo Theko Lyrics by Asif Akbar A Tribute to Ayub Bachchu




Jekhanei Thako Bhalo Theko Lyrics. The Song is sung by Asif Akbar, A Tribute to Ayub Bachchu. Jekhanei Thako Valo Theko Bangla Lyrics written by And Music composed by Tarun Munshi.

Song: Jekhanei Thako Bhalo Theko (যেখানেই থাকো ভালো থেকো)
Singer: Asif Akbar 
Lyrics, Tune & Music : Tarun Munshi 
Mix & Master: Amzad Hosen Bappy
Director: Chandan Roy Chowdhury
Concept: Sorowar Rana
Production : Black Cat Studio
Label: Dhruba Music Station

Jekhanei Thako Bhalo Theko Lyrics In Bangla :

এমন তো কথা ছিলো না
তুমি চলে যাবে এভাবে (x2)
চিরে ফেলে সব মায়ার বাঁধন
সবার মনে ব্যেথা দিয়ে..

আবারও দেখা হবে, তুমি রবে অনুভবে
এই বাংলার পতাকায়
যেখানেই থাকো ভালো থেকো
আকাশের তারায় তারায়,
যেখানেই থাকো ভালো থেকো
আকাশের তারায় তারায়

তুমি যেন পথের শুরু
কোটি কোটি ভক্তের গুরু
ঘুম ভাঙা শহরের তুমি এক কিশোর হকার
তুমি কষ্ট, তুমি সুখ দিশেহারা মনটা অবুজ
তুমি এক রুপালি গিটার এর নতুন গানের ঝংকার

বিদায় জানাতে তবু চাইছেনা মন
ঘুমিয়ে আছো তুমি বন্ধু স্বজন
তোমার ছবি আজ স্মৃতির পাহাড়
সুর আর কথা নিয়ে এক সংসার..

আবারও দেখা হবে, তুমি রবে অনুভবে
এই বাংলার পতাকায়
যেখানেই থাকো ভালো থেকো
আকাশের তারায় তারায়,
যেখানেই থাকো ভালো থেকো
আকাশের তারায় তারায়
বন্ধু তোমাকে সেলাম জানাই
বন্ধু তোমাকে বিদায় জানাই
তোমাকে বিদায় জানাই..

যেখানেই থাকো ভালো থেকো লিরিক্স :

Emon to kotha chilo na
Tumi chole jabe evabe
Chire fele shob mayar badhon
Shobar mone betha diye..

Abaro dekha hobe, tumi robe anubhobe
Ei banglar potakay
Jekhanei thako valo theko Akasher taray taray

Biday janate tobu chaiche na mon
Ghumiye acho tumi bondhu sojon
Tomar chobi aaj smritir pahar
Sur aar kotha niye ek songsar..
Bondhu tomake salam janai
Bondhu tomake bidai janai
tomake bidai janai