Briddhashram Lyrics In Bengali :

Song Name: Briddhashrom (বৃদ্ধাশ্রম) 
Singer: Nachiketa Chakraborty
Label: Saregama


ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার
মস্ত ফ্ল্যাটে যায়না দেখা এপার ওপার (x2)
নানান রকম জিনিস আর আসবাব দামী দামী
সবচে কম দামী ছিলাম একমাত্র আমি
ছেলের আমার, আমার প্রতি অগাধ সম্ভ্রম
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম

আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না
সব নাকি বেশ পুরনো ফ্লাটে রাখা যায় না (x2)
ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদেয় হল তাড়াতাড়ি
ছেড়ে দিলো কাকে খেল পোষা বুড়ো ময়না
স্বামী স্ত্রী আর আলসেসিয়ান জায়গা বড়ই কম
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম

নিজে হাতে ভাত খেতে পারতো না খোকা
বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা
ঠোট ফুলিয়ে কাঁদত খোকা আমার কথা শুনে
খোকা বোধহয় আর কাঁদেনা নেই বুঝি আর মনে
ছোট্ট বেলায় স্বপ্ন দেখে উঠত খোকা কেঁদে
দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে
দুহাত আজো খোঁজে ভুলে যায়যে একদম
আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম

খোকারও হয়েছে ছেলে দুবছর হল
আরতো মাত্র বছর পঁচিশ ঠাকুর মুখ তোল
একশ বছর বাঁচতে চাই এখন আমার ষাট
পচিশ বছর পরে খোকার হবে উনষাট
আশ্রমের এই ঘরটা ছোট জায়গা অনেক বেশি
খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি
সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম
মুখোমুখি আমি খোকা আর বৃদ্ধাশ্রম
মুখোমুখি আমি খোকা আর বৃদ্ধাশ্রম..

Briddhashram Lyrics By Nachiketa Chakraborty :

Chele amar mosto manush mosto Officer
Mosto Flate jayna dekha E Paar O Paar
Nanan rokom jinish aar ashbab daami daami
Shob cheye kom daami chilam ekmatro ami
Cheler amar amar proti ogadh Sombhrom
Amar Thikana Tai Briddhasrom
Amar beboharer sei aalmari ar ayna
O shob naki besh purono flate rakha jayna
Or babar chobi ghori chodi bidey holo taratari
Chere dilo kake khelo posh buro moyna
Swami-stri ar Alsatian jayga boroi kom
Amar Thikana Tai Bridhasram

Khokar-o hoyeche chele du-bochor holo
Aarto matro bochor pochis thakur mukh tolo
Eksho bochor bachte chai ekhon amar sath
Pochis bochor pore khokar hobe unoshaat
Ashromer ei chorta choto jayga onek beshi
Khoka ami dujonete thakbo pasha-pashi
Sei dintar swapno dekhi vishon rokom