Vallage Chele Tor Preme Porar Karon Lyrics by Sumi Shabnam. Music Composed by Sojib. Chele Tor Kokra Kokra Chule Chele Tor Preme Porar Karon Song Lyrics Written by MD. Akram Hossain. Starring Nayan Babu, Momo And Others.
Vallage Chele Tor Preme Porar Karon Song Details :
Song Name : Vallage (ভাল্লাগে) Chele Tor Preme Porar Karon
Singer : Sumi Shabnam
Lyrics And Tune : MD. Akram Hossain
Music : Sojib
Cinematographer : Sani Khan
Edit And Color : S.M. Tushar
Direction And Choreographer : Habibur Rahman
AD : Shakil Rahman
Producer : Amirul islam
Production : Sristy Multimedia
Label : Sristy Multimedia
Vallage Chele Tor Preme Porar Karon Lyrics In Bengali :
ছেলে তোর কোঁকড়া কোঁকড়া চুলে
যেনো সমুদ্র ঢেউ খেলে,
তোর কোঁকড়া কোঁকড়া চুলে
যেনো সমুদ্র ঢেউ খেলে,
সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল্লাগে
সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল্লাগে।
ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে
যখন বিড়ির ধোঁয়া ওঠে,
তোর গোলাপ গোলাপ ঠোঁটে
যখন বিড়ির ধোঁয়া ওঠে,
সেই ধোঁয়া দেখিতে বড়ই ভাল্লাগে
সেই ধোঁয়া দেখিতে বড়ই ভাল্লাগে।
আরে লাগ ভেলকি চোখে মুখে
ছু মন্তর ছু,
জাদুর কাঁঠি হাতে নিয়ে
দিলাম তোরে ফু,
চাঁদের বুড়ি থুথুড়ী আর চরকা কাটে না
আবোল তাবোল ভাব ধরিলেই
ফ্যাশন যে হয় না,
বন্ধু রে তোর হাতে ধরি আমার মাথা খা
ভেলকি বাজি ছাড়ান দিয়া
ভালো হইয়া যা।
হাতে বালা গলায় মালা
কানে দিয়ে দুল,
বুক খোলা শার্ট পরিয়া
পকেটে নাও ফুল,
মোরগের মাথার মতো
কাটিং মারো চুলে, বন্ধু হে।
ম্যানহোলের ঢাকনার মতো
হাতে পরো ঘড়ি,
পকেটে থাকে না তোমার
কোনো কানাকড়ি,
গলা ছিলা মুরগীর মতন
গোফে মারো কাট, বন্ধু হে।
ছেলে তোর প্রেমে পড়ার কারণ
তোর শ্যামলা শ্যামলা বরণ,
তোর প্রেমে পড়ার কারণ
তোর শ্যামলা শ্যামলা বরণ,
ওই শ্যামলা গালের কালো দাড়ি ভাল্লাগে,
ওই শ্যামলা গালের কালো দাড়ি ভাল্লাগে।
বন্ধু রে....
ঠুসির মতো চশমা পরে
এদিক ওদিক চাও,
ভুল ভাবে মাঝে মাঝে
ইংলিশে গান গাও,
মাইয়াদের ছবি লাগাইয়া
ফেসবুকও চালাও, বন্ধু হে।
আরে বাপেরও হোটেলে খাইয়া
বাইক নিয়া ঘোরো,
সুন্দরী মাইয়া দেখিলে
মুচকী হাসি মারো,
কুঁজো হয়ে হেঁটে ভাবো
লাগতাছে ফিটফাট, বন্ধু হে।
ছেলে তোর নেশা নেশা চোখে
যেন আগুন জ্বলে বুকে,
ওই নেশা নেশা চোখে
যেন আগুন জ্বলে বুকে,
সেই আগুনে পুড়তে আমার ভাল্লাগে,
সেই আগুনে পুড়তে আমার ভাল্লাগে।
ছেলে তোর কোকড়া কোকড়া চুলে
যেন সমুদ্র ঢেউ খেলে,
তোর কোকড়া কোকড়া চুলে
যেনো সমুদ্র ঢেউ খেলে,
সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল্লাগে,
সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল্লাগে।
ছেলে তোর গোলাপ গোলাপ ঠোঁটে
যখন বিড়ির ধোঁয়া ওঠে,
তোর গোলাপ গোলাপ ঠোঁটে
যখন বিড়ির ধোয়া ওঠে,
সেই ধোঁয়া দেখিতে বড়ই ভাল্লাগে,
সেই ধোয়া দেখিতে বড়ই ভাল্লাগে,
সেই ধোঁয়া দেখিতে আমার ভাল্লাগে,
ওই শ্যামলা গালের কালো দাড়ি ভাল্লাগে,
সেই আগুনে পুড়তে আমার ভাল্লাগে,
সেই ঢেউ খেলা দেখিতে আমার ভাল্লাগে।
Vallage Chele Tor Preme Porar Karon Lyrics In English :
Chele tor kokra kokra chule
Jeno somudro dheu khele
Sei dheu khela dekhite amar Vallage
Chele tor golap golap thote
Jokhon birir dhowa othey
Sei dhowa dekhite boroi Vallage
Haate bala golay mala
Kaane diye dul
Buk khola shirt poriya
Pcket e nao phul
Moroger mathar moto
Cutting maro chule, bondhu hey
manhole er dhaknar moto
Haate poro ghori
Pocket e thake na tomar
Kono kanakori
Gola chila murgir moton
Gofey maaro cut, bondhu hey
Chele tor preme porar karon
Tor shyamla shyamla boron
Oi shyamla gaaler kalo dari Vallage
Thusir moto choshma pore
Edik odik chao
Bhul vabe majhe majhe
English gaan gao
Maiyader chobi lagaiya
Facebook o chalao, bondhu hey
Aare baper hotel e khaiya
Bike niya ghoro
Sundari maiya dekhile
Muchki hasi maro
Kujo hoye hete vabo
Lagtache fitfat, bondhu hey
Chele tor nesha nesha chokhe
Jeno aagun jwale buke
Sei aagune purte amar Vallage
ভাল্লাগে ছেলে তোর প্রেমে পড়ার কারণ গানটি গেয়েছেন সুমি শবনম। গানের সুর দিয়েছেন সজীব। ছেলে তোর কোঁকড়া কোঁকড়া চুলে ছেলে তোর প্রেমে পড়ার কারণ গানের লিরিক্স লিখেছেন এমডি আক্রম হোসাইন।
0 Comments
Post a Comment