Olosh Dupur Lyrics by Rishi Panda :
Olosh Dupur Song Is Sung by Rishi Panda. Song Arranged Mixed and Mastered by Debayan Banerjee. Music Composed by And Olosh Dupur Lyrics Written by Niladri Banerjee.
Olosh Dupur Video Song Cast : Sanghanita Chowdhury And Swarup Kuila.
Song : Olosh Dupur
Singer : Rishi Panda
Written & Composer : Niladri Banerjee
Mixing and Mastering : Debayan Banerjee
Video, Edit & CC : Subasish Mukherjee
Digital Partner : Bengal Web Solution
Olosh Dupur Song Lyrics In Bengali :
তোমার আমার অলস দুপুর
চার দেওয়ালের সুর,
ঢেউয়ের আওয়াজ ঝাঁপিয়ে পড়া
নিরব সমুদ্দুর।
কালচে সবুজ নীলচে আলোয়
আকাশ মরুদ্দ্যান,
তুলসী তলায় সন্ধ্যে দিল
আলগা পিছুটান।
ভুলেছে সব, এ অনুভব
এক টুকরো মন কেমন,
খোলা হাতের ধারাপাতে
পরিযায়ী আস্ফালন।।
আলতো আলোতে, বয়ে যাওয়া স্রোতে
সীমানা পেরোতে থাকে
ছাতিম ফুলের ঘ্রাণ,
আলগোছে ছুঁলো, মরীচিকা ধুলো,
এবুকে ফেরালো কিছু খুচরো অভিমান।
আগলে রেখে দিচ্ছি শুধুই নতুন পরিচয়
তোমার আমার নামের মানে মিথ্যে অপচয়,
কালচে সবুজ নীলচে আলোয়
আকাশ মরুদ্দ্যান,
তুলসী তলায় সন্ধ্যে দিল
আলগা পিছুটান।
ভুলেছে সব, এ অনুভব
এক টুকরো মন কেমন,
খোলা হাতের ধারাপাতে
পরিযায়ী আস্ফালন।।
অলস দুপুর লিরিক্স - ঋষি পণ্ডা :
Tomar amar alosh dupur
Chaar deyaler sur
Dheu er awaj jhapiye pora
Nirob somuddur
Kalche sobuj nilche aaloy
Akash maruddyan
Tulsi tolay sondhey dilo
Alga pichutaan
Bhuleche shob e anubhob
Ek tukro mon kemon
Khola haater dharapate
Porijayi asfalon
অলস দুপুর গানটি গেয়েছেন ঋষি পণ্ডা। অলস দুপুর গানের সুর এবং গানটি লিখেছেন নিলাদ্রী ব্যানার্জী।
0 Comments
Post a Comment