Bhador Ashin Mase Lyrics Jhumur Song :
Bhador Ashin Mase Jhumur Song Is Originaly Sung by Anshuman Roy from Dada Paye Pori Re Bengali Album. Bhadoro Ashino Mashe Lyrics In Bengali Written by Gouri Prasanna Majumder. Vadoro Ashino Mase Same Song Is Sung by Surojit Chatterjee From Bhoomi Band, Bitan Sikdar from Five Stringz And Many Various Artists In Their Own Way.
Song : Bhador Ashin Mase
Album : Dada Paye Pori Re
Vocal & Music : Anshuman Roy
Lyrics : Gouri Prasanna Majumder
Label : Hindusthan Record
Cover Credits :
Vocalist : Bitan Sikdar
Band : Five Stringz
Label : Angel Digital
Bhador Ashin Mase Song Lyrics In Bengali :
ভাদর আশ্বিন মাসে
ভ্রমর বসে কাঁচা বাঁশে,
ওরে ভাদর আশ্বিন মাসে
ভ্রমর বসে কাঁচা বাঁশে,
আরো কি থাকিবে বাপের ঘরে গো
মন আমার কেমন কেমন করে ও বধূ হে
আর না থাকিও বাপের ঘরেতে, ও বধূ হে
আর না থাকিও বাপের ঘরেতে।
হলুদ বাটা হল বাসি
পীরিত হল গলার ফাঁসি,
ওরে হলুদ বাটা হল বাসি
পীরিত হল গলার ফাঁসি,
ঝিলিক দিয়া তোমায় মনে পড়ে গো
মন আমার কেমন কেমন করে ও বধূ হে
আর না থাকিও বাপের ঘরেতে ও বধূ হে
আর না থাকিও বাপের ঘরেতে,
ওরে আর না থাকিও বাপের ঘরেতে ও বধূ হে
আর না থাকিও বাপের ঘরেতে।
পরব দিনে মেলায় যাবো
ধামসা মাদল সঙ্গে লিবো,
পরব দিনে মেলায় যাবো
ধামসা মাদল সঙ্গে লিবো,
সুরগঞ্জা ফুটে লালে লাল
তোর ঘুঙ্ঘরাটা দিবে নাকি তাল ?
মহুয়া ফুলেতে মৌ ধরে গো ..
মন আমার কেমন কেমন করে ও বধূ হে
আর না থাকিও বাপের ঘরেতে ও বধূ হে
আর না থাকিও বাপের ঘরেতে,
ওরে আর না থাকিও বাপের ঘরেতে ও বধূ হে
আর না থাকিও বাপের ঘরেতে।
ফুলে ফুলে ফুলটুসী
মধু খায় হল খুশি,
হিংসাতে চোখ জ্বলে পুড়ে মরে গো
মন আমার তুমি তুমি করে ও বধূ হে
আর না থাকিও বাপের ঘরেতে ও বধূ হে
আর না থাকিও বাপের ঘরে গো,
আর না থাকিও বাপের ঘরেতে ও বধূ হে
আর না থাকিও বাপের ঘরেতে ..
ভাদর আশ্বিন মাসে লিরিক্স :
Bhadara ashino mashe
Bhromor boshe kacha banshe
Aaro ki thakibe baaper ghore go
Mon amar kemon kemon kore o bodhu hey
Aar na thakiyo baaper ghorete
Holud bata holo bashi
Pirit holo golar fasi
Jhilik diya tomay mone pore go
0 Comments
Post a Comment