Beyara Borshai Lyrics by Joy Sarkar :
Beyara Borshai Song Is Sung by Joy Sarkar. Featuring: Remo And Atreye. Music Composed by Joy Sarkar And Beyara Borshay Lyrics Written by Akash Chakraborty. Song Recording, Mixing and Mastering by Goutam Basu.Song : Beyara Borsai
Vocal, composed & arranged by : Joy Sarkar
Lyrics : Akash Chakraborty
Programming : Sabuj - Ashish
DOP : Ranjay Roy Chowdhury
Edit & Color : Uttam Uttu
Beyara Borshai Song Lyrics In Bengali :
শহর ভাসমান বেয়াড়া বর্ষায়তোমার হাত ধরে হঠাৎ রাস্তায়।
তোমার হাত ধরে হঠাৎ থই থই
শহুরে ঘোলা জলে ভাসে কথার খই।
কথার খই ভাসে তোমার পায় পায়,
কথার খই ভাসে তোমার পায় পায়
শহর ভাসমান বেয়াড়া বর্ষায়।
এ পায়ে থই থই, ও পায়ে জঞ্জাল
শহুরে নিয়মে হঠাৎ হরতাল।
হরতালের মানে শ্রমিক জানে কি?
কথার আকুলতা কথক জানে কি?
কথারা ভেসে ওঠে কথারা ডুবে যায়
দ্বিধার ঘোলা জলে বেয়াড়া বর্ষায়।
কথক জানে কি কথার ইতিহাস
কি তার ভালোলাগা, কি তার হাহুতাস।
হয়তো জানে তবু বলতে বড়ো ভয়
কথার ফেরে তাই কথারা ডুবে যায়,
কথারা ডুবে মরে কথক ভেসে যায়
তোমার পায়ে পায়ে বেয়াড়া বর্ষায়।
শহর ভাসমান বেয়াড়া বর্ষায়
তোমার হাত ধরে হঠাৎ রাস্তায়।
তোমার হাত ধরে হঠাৎ থই থই
শহুরে ঘোলা জলে ভাসে কথার খই।
কথার খই ভাসে তোমার পায় পায়
শহর ভাসমান বেয়াড়া বর্ষায়।
বেয়াড়া বর্ষায় লিরিক্স - জয় সরকার :
Shohor vashoman beyara borshay
Tomar haat dhore hotath rashtay
Tomar hat dhore hothat thoi thoi
Shohure ghola jole vase kothar khoi
Kothar khoi bhase tomar paay paay
Shohor bhashoman beyara borshai
0 Comments
Post a Comment