Bajlo Chutir Ghonta Lyrics by Shilajit Majumder :
Bajlo Chutir Ghonta Song Is Sung by Shilajit Majumder from Bhumika Bengali Album. Bajlo Chutir Ghanta Lyrics Written by Silajit Majumder.Song : Bajlo Chutir Ghonta
Singer : Shilajit Majumdar
Album Name : Bhumika
Bajlo Chutir Ghonta Song Lyrics In Bengali :
বাজলো ছুটির ঘন্টা,বাজল ছুটির ঘন্টা
হে হে মন ভেসে ভেসে
উড়ে যায় নিরুদ্দেশে,
হে হে মন নিরুদ্দেশে
উড়ে যায় ভেসে ভেসে
বাদলে মাদল বাজে
তা ধিন, ধিন তা, ধিন তা।
বাজলো ছুটির ঘন্টা,
বাজল ছুটির ঘন্টা।
ও.. হো.. কেমন করে মনটা
কেমন করে মন টা।
তাল সুপারি, খেজুর সারি
ধানের ক্ষেত আর মাটির বাড়ি।
আমের মুকুল শিমুল তুলো
কলকে ফুল আর রাঙা ধুলো।
উতল করে,
উতল করে মনটা।
বাজলো ছুটির ঘন্টা,
বাজল ছুটির ঘন্টা।
ও.. হো.. জ্বলে আমার প্রানটা
জ্বলে আমার প্রান টা।
আগুন রাঙা কৃষ্ণচূড়ায় মন রাঙিয়ে,
ঘর ফেরা এক পাখির ঝাঁকে যায় হারিয়ে।
ছুটির মেজাজে ছুটি দুহাত বাড়িয়ে ছুটি
ছুটি ...
ছুটির মেজাজে ছুটি দুহাত বাড়িয়ে ছুটি
যাই হারিয়ে সব ছাড়িয়ে
বাজলো ছুটির ঘন্টা,
বাজল ছুটির ঘন্টা।
বাজলো ছুটির ঘন্টা লিরিক্স - শিলাজিৎ মজুমদার :
Bajlo chutir ghonta
He he mon vese vese
ure jaay niruddeshe
He he mon nirudeshe
ure jaay bhese bhese
Badole Madol baaje
Taa dhin din taa
Kemon kore mon ta
0 Comments
Post a Comment