Na Na Jeyo Na Song Lyrics by Somlata and Anupam Roy from Bhootchakra Pvt Ltd Bengali Movie



Na Na Jeyo Na Lyrics by Somlata :

Na Na Jeyo Na Song Is Sung by Somlata Acharyya Chowdhury from Bhootchakra Pvt Ltd Bengali Movie. Music composed by And Na Na Jeyo Na Chole Bengali Song Lyrics written by Anupam Roy. Starring: Soham Chakraborty, Bonny Sengupta, Gaurav Chakrabarty, Paran Bandopadhyay, Srabanti Chatterjee, Rittika Sen, Kaushik Sen And Others.

Song : Na Na Jeyo Na
Film : Bhootchakra Pvt. Ltd.
Singer : Somlata
Music & Lyrics : Anupam Roy
Director : Haranath Chakraborty
DOP : Gopi Bhagat
Story, Screenplay & Dialogues : Padmanabha Dasgupta
Presenter : Nispal Singh
Produced by : Surinder Films Pvt. Ltd.

Na Na Jeyo Na Song Lyrics In Bengali :

না না যেও না, যেও না চলে
থাকো কিছুক্ষণ।

না না যেও না, যেও না চলে
থাকো কিছুক্ষণ,
না না ফুরিয়ে যায়নি দেখো
এ মধু লগন,
তুমি আছো তাই, ভালো লাগে
এ পোড়া জীবন।
এভাবে বোলোনা গো বিদায়।

না না যেও না, যেও না চলে
থাকো কিছুক্ষণ।

ভেঙে দাও এ হৃদয়
ভেঙে দাও প্রতিবার,

ভেঙে দাও এ হৃদয়
ভেঙে দাও প্রতিবার,
তবু হাসি মুখে আমি হয়েছি
তোমার, মনে রাখিনা কিছুই আমি
সব ভুলে যাই।
এভাবে বলো না গো বিদায়।

না না যেও না, যেও না চলে
থাকো কিছুক্ষণ।

যদি একদিন ভালোবাসা
সুরে তুমি গাও,

যদি একদিন ভালোবাসা
সুরে তুমি গাও,
সবার আড়ালে যদি আমাকে শোনাও,
আমি সে গানে গাঁথবো মালা
ভরা জোছনায়।
এভাবে বোলো না গো বিদায়..
না না যেও না, যেও না চলে
থাকো কিছুক্ষণ,
না না ফুরিয়ে যায়নি দেখো
এ মধু লগন,
তুমি আছো তাই, ভালো লাগে
এ পোড়া জীবন।
এভাবে বোলোনা গো বিদায়।