Kopale Aaj Valobasar Jor Lyrics by Nachiketa :
Kopale Aaj Valobasar Jor Song Is Sung by Nachiketa Chakraborty And Kaushiki from Sesher Golpo Bengali Movie, Inspired form "Sesher Kobita' by Rabindranath Tagore. Music composed by Joy Sarkar And Kopale Aaj Bhalobashar Jor bengali Song Lyrics written by Rajib Chakraborty. Starring: Soumitra Chatterjee, Mamata Shankar, Kharaj Mukherjee And Others. Song Recording, Mixing and Mastering by Goutam Basu.Song : Kopale Aaj Valobashar Jor
Movie : Sesher Golpo
Singer : Nachiketa Chakraborty & Kaushiki Chakraborty
Composition : Joy Sarkar
Lyrics : Rajib Chakraborty
Programming : Sabuj - Ashish
Directed & Story : Jiit Chakraborty
Presented by : Joydeb Samaddar
Produced By : Swastika Film Production
Label : Times Music Bangla
Kopale Aaj Valobasar Jor Song Lyrics In Bengali :
হয়তো তুমি ভালো আছো,কোন শহরে একলা বাঁচো,
সেই কবে, হারিয়ে যাওয়া ঘর।
মুঠো খুলে খুঁজো তাকে,
ফেলে আসা নামে ডাকে,
শোনা যায়, চেনা সে গলার স্বর।
অবুঝ কথার ভীড়ে,
এসেছি আবার ফিরে,
দেখো কপালে আজ ভালোবাসার জ্বর।
ছাপোষা এ ভালো থাকা,
জানলা গুলো খুলে রাখা,
দেখেছি সে পাতা ঝরা দেশ।
ধুলো জমে থাকা কাঁচে,
অসুখে না সুখে বাঁচে,
শুরু নেই তবুও হলো শেষ।
নিভে যাওয়া সেই আলো,
আগলে রেখে জ্বালো,
যেন মুখর প্রেমে বেঁচে থাকার রেশ।
বেলাশেষে বসি যদি তার পাশে,
হেসে ওঠা দিনগুলো ফিরে আসে,
যেন কথার টানে ছন্দে বাঁধার দায়।
প্রিয় নামে সাড়া দিও যদি ডাকি,
অভিমানী ডালে বসা কোনো পাখি,
যেন আবার দেখা শেষের কবিতায়।
না বলা কথাগুলো শোনাতে চায়..
হয়তো তুমি ভালো আছো,
কোন শহরে একলা বাঁচো,
সেই কবে, হারিয়ে যাওয়া ঘর।
মুঠো খুলে খুঁজো তাকে,
ফেলে আসা নামে ডাকে,
শোনা যায়, চেনা সে গলার স্বর।
অবুঝ কথার ভীড়ে,
এসেছি আবার ফিরে,
দেখো কপালে আজ ভালোবাসার জ্বর।
0 Comments
Post a Comment