Bhul Korechi Lyrics from Chalo Paltai :
Bhul Korechi Lyrics Song Is Sung by Raghab Chatterjee from Chalo Paltai Bengali Movie. Starring: Prosenjit Chatterjee, Aryann Bhowmik And Tathoi Deb. Music composed by And Rongmoshal Amio Pure Jabo Eivabe Lyrics written by Anupam Roy.Song : Bhul Korechi
Film : Chalo Paltai
Singer : Raghab Chatterjee
Music & Lyrics : Anupam Roy
Direction : Haranath Chakraborty
D.O.P : Soumik Haldar
Screenplay : N.K. Salil
Presenter : Shrikant Mohta & Mahendra Soni
Produced by : Shree Venkatesh Films
Bhul Korechi Song Lyrics In Bengali :
রংমশাল,আমিও পুড়ে যাবো এইভাবে
এই আলো কত দূর পৌঁছোবে,
মুখচোরা, আমিও জানি চোখ এড়াতে
খুঁজতে বেরোই ঘুম সেই মাঝরাতে।
মুখ ফুটে কি ক্ষমা চাওয়া বারণ,
আমার দশটা-পাঁচটার স্বপ্নেরা সাধারণ,
কেউ বোঝে না..
ভুল করেছি, ভুল করেছি, আমি জানি
কেউ বুঝবে না, এই বুক জুড়ে কতখানি।
তাই তোদের গায়ে আঁচড় লাগার
ভয়্টা ভীষণ পাই।
ভাবতে পারি না, ভাবতে পারি না,
ভাবতে পারি না, ভাবতে পারি না।
রাস্তা পার,
পারেনি করতে দু পা আমার
চিন্তাগুলো ভাষা পায়নি আর,
যা কিছু, ভেবেছি আমি জীবনে
তোদের কথাই প্রথম, এই মনে।
মুখ ফুটে কি ক্ষমা চাওয়া বারণ,
আমার দশটা-পাঁচটার স্বপ্নেরা সাধারণ
কেউ বোঝে না..
ভুল করেছি, ভুল করেছি, আমি জানি
কেউ বুঝবে না, এই বুকজুড়ে কতখানি।
তাই তোদের গায়ে আঁচড় লাগার
ভয়্টা ভীষণ পাই।
ভাবতে পারি না, ভাবতে পারি না,
ভাবতে পারি না, ভাবতে পারি না।
ভুল করেছি লিরিক্স - চলো পাল্টাই :
Rongmoshal amio pure jabo eivabe
Ei aalo kotodur pouchobe
Mukhchora mio jani chokh erate
Khujte beroi ghum sei majhraate
Mukh fute ki khoma chaowa baron
Amar doshta pachtar shopnera sadharon
Keu bojhena
Vul korechi Vul korechi ami jani
Keu bujhbe na ei buk jure kotokhani
Tai toder gaaye achor lagar
bhoy ta vishon pai
Vabte pari na, Bhabte parina
0 Comments
Post a Comment