Agun Pakhi Lyrics by Noble Man :
Agun Pakhi Song Is Sung by Noble Man Bangla Song. Music composed by Shantanu Moitra. Agunpakhi Bengali Song Lyrics written by Srijato Bandopadhyay.Song : Agunpakhi
Singer : Noble Man
Music : Shantanu Moitra
Lyricist : Srijato Bandopadhyay
Agun Pakhi Song Lyrics In Bengali :
আমার মুখের আড়ালে আমিভেতর চোখে দেখো আমায়,
এ পাঁজরে, প্রতিটা রঙ দামি
দেখি কে আজ হাঁটা থামায়।
এই চোখ, খুলেছি কখন
এই প্রেম, এতো আয়োজন
এই মন, ভালোবেসে মন সারায়..
এই হাত, জীবনে জীবন
জুড়বেই কথোপকথন,
রাত যায় ভালোবেসে কোন তারায়।
যতোই পোড়াও, আমি আগুনপাখি
জবাব দেবই এই যন্ত্রনার,
আমায় ওড়াও, মুঠোয় আকাশ রাখি
আসুক সময়, হিসেব গোনার..
এই চোখ, খুলেছি কখন
এই প্রেম, এতো আয়োজন
এই মন, ভালোবেসে মন সারায়..
এই হাত, জীবনে জীবন
জুড়বেই কথোপকথন,
রাত যায় ভালোবেসে কোন তারায়।
যারা করেছিল ভুল
আমি নেবো না মাশুল,
ভুলে যাওয়া যায়
যদি চাওয়া যায়, যাওয়া যায়।
পড়ে থাকো পিছুটান,
বাঁধো জীবনেরই গান,
দেখো কে শোনায়,
গান কে শোনায়, কে শোনায়।
এই চোখ, খুলেছি কখন
এই প্রেম, এতো আয়োজন
এই মন, ভালোবেসে মন সারায়..
এই হাত, জীবনে জীবন
জুড়বেই কথোপকথন,
রাত যায় ভালোবেসে কোন তারায়।
এই চোখ, খুলেছি কখন
এই প্রেম, এতো আয়োজন
এই মন, ভালোবেসে মন সারায়..
আমার মুখের আড়ালে আমি
ভেতর চোখে দেখো আমায়,
এ পাঁজরে প্রতিটা রঙ দামি
দেখি কে আজ হাঁটা থামায়।
আগুনপাখি লিরিক্স - নোবেল ম্যান :
Amar mukher arale ami
Vetor chokhe dekho amay
E pajore protita rong daami
Dekhi ke aaj hata thamay
Ei chokh khulechi kokhon
Ei prem eto ayojon
Ei mon valobeshe mon saray
Ei haat jibone jibon
Jurbei kothopokothon
Raat jaay bhalobeshe kon tara
0 Comments
Post a Comment