Ek Diner Ei Jibon Tobu Bengali Shyama Sangeet Song Is Sung by Amrik Singh Arora. This Is Bengali Dewali And Kali Puja Special bengali Song.
Song : Ek Diner Ei Jibon Tabu
Singer : Amrik Singh Arora
Song : Ek Diner Ei Jibon Tabu
Singer : Amrik Singh Arora
Ek Diner Ei Jibon Tobu Song Lyrics In Bengali :
একদিনেরই জীবন তবু
জবারে তোর কপাল ভালো,
শ্যামা মায়ের চরন জুড়ে,
শ্যামা মায়ের চরন জুড়ে,
তোরই শুধু ঠাঁই যে হলো।
একদিনেরই জীবন তবু
জবারে তোর কপাল ভালো।
মানুষ জন্ম পেয়ে আমার
জীবনে হলোনা লাভ,
কেঁদে কেঁদে সারা জনম
করে যাব এই বিলাপ।
মা গো.. ও মা গো।
থাকলে বোধ হয় সাগর হত,
থাকলে বোধ হয় সাগর হত,
চোখের যে জল ঝরে গেল।
শ্যামা মায়ের চরণ জুড়ে,
শ্যামা মায়ের চরণ জুড়ে,
তোরই শুধু ঠাঁই যে হোলো।
একদিনেরই জীবন তবু
জবারে তোর কপাল ভালো।
রামকৃষ্ণ,বামাক্ষেপা
রামপ্রসাদ আর সর্বানন্দ,
এরা সবাই মায়ের ছেলে
হয়নি কারো কপাল মন্দ।
জানিনা তো কোন বিধাতা,
জানিনা তো কোন বিধাতা
এমন বিধান দিয়েছিল
শ্যামা মায়ের চরণ জুড়ে,
শ্যামা মায়ের চরণ জুড়ে,
তোরই শুধু ঠাঁই যে হোলো
একদিনেরই জীবন তবু
জবারে তোর কপাল ভালো।
শ্যামা মায়ের চরন জুড়ে,
শ্যামা মায়ের চরন জুড়ে
তোরই শুধু ঠাঁই যে হল
একদিনেরই জীবন তবু
জবারে তোর কপাল ভালো..
0 Comments
Post a Comment