Kichchu Chaini Aami by Anirban Bhattacharya from Shah Jahan Regency Bengali Movie




Kichchu Chaini Aami Lyrics by Anirban Bhattacharya :

Kichchu Chaini Aami Song Lyrics In Bengali from Shah Jahan Regency Bangla Movie. Kicchu Chaini Ami Rajkumarir Gaan Song Is Sung by Anirban Bhattacharya.Starring : Parambrata Chatterjee, Abir, Anjan Dutt, Mamata Shankar, Swastika Mukherjee, Anirban Bhattacharya, Rittika Sen, Rituparna Sengupta, Kanchan Mullick, Babul Supriyo, Rudranil Ghosh, And others.

Movie: Shah Jahan Regency
Song: Kichchu Chaini Ami (কিচ্ছু চাইনি আমি)
Singer: Anirban Bhattacharya
Music: Prasen
Lyrics: Dipangshu Acharjya
Directed by: Srijit Mukherji
Music Label: SVF



Kichchu Chaini Aami Lyrics In Bengali :

কিচ্ছু চাইনি আমি আজীবন ভালবাসা ছাড়া,
আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা
না না কিচ্ছু চাইনি আমি,
আজীবন ভালবাসা ছাড়া,
আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা

সময়ের ঘষা লেগে শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে,
আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে (x2)
বাতাসে প্রবাদ আর আকাশে আদিম ধ্রুবতারা,
বাতাসে প্রবাদ আর আকাশে আদিম ধ্রুবতারা,
কিচ্ছু চাইনি আমি আজীবন ভালবাসা ছাড়া

বাসতে বাসতে ভালো তোমারি দুহাতে গেছি মরে,
বাসতে বাসতে ভালো তোমারি দুহাতে গেছি মরে,
আবার এসেছি ফিরে নেভা নেভা ছায়াপথ ধরে
খুঁজেছি তোমার মুখ সমস্ত উপকথা খুলে,
রাজকুমারীর মায়া পৃথিবী যায়নি আজো ভুলে

না না কিচ্ছু চাইনি আমি,
আজীবন ভালবাসা ছাড়া
আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা
কিচ্ছু চাইনি আমি আজীবন ভালবাসা ছাড়া,
আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা

Female Version by Madhubanti Bagchi (V2) :

নীল প্রাসাদের সিঁড়ি ঢেকে রাখে ধূসর কুয়াশা,
বারবার মরে গিয়ে আমাদের ফিরে ফিরে আসা
দেখেছি তোমার বাড়ি নগরের প্রতি বাঁকে বাঁকে,
দেখেছি তোমার বাড়ি নগরের প্রতি বাঁকে বাঁকে,
চেনা কিশোরীর মত আমাকে নানান নামে ডাকে

আমাদের পথ চেয়ে মানুষেরা দিন গোনে তাই
তোমাকে ভাবে যেন আজীবন ভালবেসে যাই
না, না, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালবাসা ছাড়া,
আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা

See Also: Ghure Takao Lyrics by Anupam Roy

কিচ্ছু চাইনি আমি লিরিক্স :

Kichu chaini ami ajibon bhalobasha chara
Amio taderi doley barbar more jaay jara

Somoyer ghosa lege shilalipi jaay khoye khoye
Ami eka boshe thaki premiker opekkha hoye
Batashe probad aar akashe adim dhrubotara
Kichhu Chaini Ami ajibon Valobasha chara

Baste baste bhalo tomari duhaate gechi more
Abar esechi fire neva neva chayapoth dhore
Khujehi tomar mukh somosto upokotha khule
Rajkumarir maya prithibi jaayni aajo bhule
Kicchu Chaini Ami ajibon bhalobasha chara


News about Kichchu Chaini Aami Song Lyrics from Shah Jahan Regency : Music Arrangement by Indraadip Das Gupta. Mixing and Mastering by Amit Chatterjee. Screenplay, Dialogues and Directed by Srijit Mukherji. Edited by Pronoy Dasgupta.